নয়ডায় বাবাকে খুনের অভিযোগে গ্রেফতার তরুণ। —প্রতীকী চিত্র।
সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ইট দিয়ে মাথা থেঁতলে বাবাকে খুনের অভিযোগ উঠল সন্তানের বিরুদ্ধে। খুনের পরে বাবার দেহের পাশেই সারা রাত শুয়ে থাকেন অভিযুক্ত তরুণ। উত্তরপ্রদেশের নয়ডার ওই ঘটনায় ইতিমধ্যে ১৯ বছর বয়সি ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নয়ডা সংলগ্ন সরফাবাদ এলাকার বাসিন্দা ৪৩ বছর বয়সি গৌতমের সঙ্গে তাঁর ছেলে উদয়ের সম্পত্তি নিয়ে ঝামেলা চলছিল। গত শনিবার রাতেও এই নিয়ে একপ্রস্থ অশান্তি হয় দু’জনের। এর পরে সেই রাতেই বাবা যখন ঘুমোচ্ছিলেন, তখন ইট দিয়ে মাথা থেঁতলে উদয় তাঁর বাবাকে খুন করেন বলে অভিযোগ। ইট দিয়ে গৌতমের মাথায় একাধিক বার আঘাত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। খুনের পরে বাবার দেহের পাশেই সারা রাত শুয়ে ছিলেন অভিযুক্ত যুবক। পরের দিন তাঁকে গ্রেফতার করে স্থানীয় থানার পুলিশ।
পুলিশের এক আধিকারিক পিটিআইকে জানান, জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত। খুনের পরে দেহের পাশে একই ঘরে শুয়ে ঘুমানোর কথাও পুলিশকে জানিয়েছেন তিনি। পুলিশের ওই আধিকারিক জানান, সম্পত্তি নিয়ে অশান্তির পাশাপাশি অন্য বিভিন্ন বিষয়েও বিবাদ চলছিল বাবা-ছেলের। জেরায় অভিযুক্ত জানিয়েছেন, বাবার কাছে মদ কেনার টাকা চেয়েছিলেন তিনি। কিন্তু সেই টাকা দিতে চাননি বাবা। ছেলেকে দৈনন্দিন হাতখরচের টাকাও দেওয়া বন্ধ করে দিয়েছিলেন গৌতম। এই সব কিছুকে কেন্দ্র করেই গত শনিবার অশান্তি চরমে উঠেছিল বলে পুলিশ সূত্রে খবর।
গত রবিবার নিহতের ভাই স্থানীয় থানার অভিযোগ জানান। ওই অভিযোগের ভিত্তিতেই গৌতমের ছেলে উদয়কে গ্রেফতার করে পুলিশ। খুনের জন্য ব্যবহৃত ইট ইতিমধ্যে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। খুনের সময় উদয় যে পোশাক পরে ছিলেন, সেটিও উদ্ধার করে পুলিশ। সেগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।