Air India Flight

আবার এয়ার ইন্ডিয়া বিমানে যান্ত্রিক ত্রুটি! সময়ে রওনা দিতে পারল না লন্ডনের উদ্দেশে, দাঁড়িয়ে রইল মুম্বইয়ে

জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ৬টার সময় এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানটি মুম্বই বিমানবন্দর থেকে ওড়ার কথা ছিল। কিন্তু ওড়ার আগেই ওই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৪:৪৪
Share:

যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় দেরিতে উড়ল এয়ার ইন্ডিয়া বিমান। — ফাইল চিত্র।

আবার এয়ার ইন্ডিয়া বিমানে যান্ত্রিক ত্রুটি। ফলে নির্দিষ্ট সময়ে মুম্বই বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে পাড়ি দিতে পারল না এয়ার ইন্ডিয়া এআই১২৯ বিমানটি। যান্ত্রিক ত্রুটি মেরামতি করে আবার লন্ডনের উদ্দেশে পাড়ি দেয় সেটি। যদিও নির্দিষ্ট সময়ের থেকে সাড়ে ছ’ঘণ্টা পর!

Advertisement

জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ৬টার সময় এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানটি মুম্বই বিমানবন্দর থেকে ওড়ার কথা ছিল। কিন্তু ওড়ার আগেই ওই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তবে কী ধরনের যান্ত্রিক ত্রুটি, তা স্পষ্ট নয়। পরে এয়ার ইন্ডিয়া এক বিবৃতি দিয়ে জানায়, দুপুর ১টা নাগাদ ওই বিমানটি লন্ডনের উদ্দেশে পাড়ি দিয়েছে।

শনিবার ভোর ৫টা ২০ মিনিটে ওই বিমানে বোডিং শুরু হয়। তবে বিমানে সব যাত্রী ওঠার পরও বিমানবন্দরে ঠায় দাঁড়িয়ে ছিল। এক থেকে দেড় ঘণ্টা কেটে ওই অবস্থায় থাকার পর ঘোষণা করা হয়, বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। তার পরেই সব যাত্রীকে আবার বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। বলা হয়, দ্রুত যান্ত্রিক ত্রুটি মেরামত করে ছাড়া হবে। শেষ পর্যন্ত দুপুর ১টার সময় বিমানটি ছাড়ে মুম্বই বিমানবন্দর থেকে।

Advertisement

উল্লেখ্য, দিল্লি বিমানবন্দরে প্রযুক্তিগত সমস্যার জন্য প্রায় ৩৬ ঘণ্টা বিমান চলাচল ব্যাহত হয়। প্রভাব পড়ে প্রায় গোটা দেশের বিমান পরিষেবাতেই। শনিবার সকালে বিমানবন্দরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, গত দু’দিন যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা এখনও অনেকটাই কেটেছে। তবে এখনও পুরোপুরি সমস্যা মেটেনি। মূলত অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম (এএমএসএস) –এ প্রযুক্তিগত সমস্যার কারণেই পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। তার মধ্যেই আবার এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement