এআই নিয়ে সুর নামাল শাসক পক্ষ

এক মাস আগে পরিবহণ পর্যটন ও সংস্কৃতি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে শাসক ও বিরোধী পক্ষের বিতণ্ডা হয় জোর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৫৪
Share:

—ফাইল চিত্র।

শাসক দলের হুঙ্কার সত্ত্বেও এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের বিরোধিতা করা রিপোর্টটি আবার ফিরে এল সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির আলোচনায়।

Advertisement

এক মাস আগে পরিবহণ পর্যটন ও সংস্কৃতি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে শাসক ও বিরোধী পক্ষের বিতণ্ডা হয় জোর। যার জেরে কমিটির বেসরকারিকরণ-বিরোধী রিপোর্ট কার্যত প্রত্যাহার করে নেওয়া হয়। আজ বিরোধী সদস্যদের উদ্যোগে ফের বসে ওই কমিটির বৈঠক। পুরনো নোটটিকে সামনে রেখেই আলোচনা হয়। ছিলেন বিমান মন্ত্রকের সচিব এবং এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান। সূত্রের খবর, গত মাসের বৈঠকে কমিটির বিজেপি সদস্যরা রুদ্রমূর্তি ধারণ করে বেসরকারিকরণের পক্ষে সওয়াল করলেও আজ অনেকটাই নরম ছিলেন। বিরোধীরা মনে করছেন, ক্রমশ কোণঠাসা হয়ে যাওয়া মোদী সরকার এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে খুব বেশি গলা চড়াতে চাইছে না। বিশেষ করে যেখানে প্রায় তিন হাজার ব্যক্তির কর্মসংস্থানের প্রশ্নও জড়িয়ে রয়েছে এর সঙ্গে।

আর সে কারণেই ফের শুরু হল এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের নেতিবাচক দিকগুলি নিয়ে চুলচেরা আলোচনা। এই কমিটি কোনও সিদ্ধান্তে পৌঁছানোর আগে সরকার পরবর্তী পদক্ষেপ করা থেকে বিরতই থাকবে বলে মনে করা হচ্ছে।
কমিটির আগের বৈঠকটিতে অনুপস্থিত ছিলেন এর চেয়ারম্যান ডেরেক ও’ব্রায়েন। আজ তাঁর নেতৃত্বেই ফের বিষয়টিকে নিয়ে আলোচনা শুরু হয়।

Advertisement

গত বৈঠকে বিজেপির সচেতক রাকেশ সিংহ দাবি করেন, এয়ার ইন্ডিয়াকে বাঁচাতে ঠিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ওর বিরোধিতা করে স্থায়ী কমিটির নোট এ দিনই প্রত্যাহার করতে হবে। সূত্রের খবর, বিজেপির দু’তিন জন সাংসদ আজ বিরোধিতা করলেও গত বৈঠকের সেই ঝাঁঝ কিন্তু ছিল না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন