পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য করলেন বিমানকর্মী

এক বেসরকারি উ়ড়ান সংস্থার এক মহিলা বিমানকর্মীর সঙ্গে অভব্যতা করছেন দুই মদ্যপ যাত্রী। যার শাস্তি হিসেবে খানিক পরে কার্যত হাতজোড় করে, এমনকী পায়ে ধরে তাঁদের ক্ষমা চাইতে বাধ্য করলেন বিমানকর্মী নিজেই। গত শনিবার মাঝরাতে হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা।

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৭ ০৪:১৬
Share:

ছবি: সংগৃহীত।

এক বেসরকারি উ়ড়ান সংস্থার এক মহিলা বিমানকর্মীর সঙ্গে অভব্যতা করছেন দুই মদ্যপ যাত্রী। যার শাস্তি হিসেবে খানিক পরে কার্যত হাতজোড় করে, এমনকী পায়ে ধরে তাঁদের ক্ষমা চাইতে বাধ্য করলেন বিমানকর্মী নিজেই। গত শনিবার মাঝরাতে হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা। কেউ এর ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় দেন। ভাইরাল হয়েছে সেটি।

Advertisement

সম্প্রতি দিল্লিতে বিমানসংস্থার কর্মীদের হাতে প্রবীণ যাত্রী নিগৃহীত হওয়ায় সমালোচনার ঝড় উঠেছিল। কেন্দ্রীয় মন্ত্রী হস্তক্ষেপে ক্ষমাও চাইতে হয় ওই সংস্থাকে। এ বারেও প্রশ্ন উঠেছে, বিমানকর্মী কি পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য করতে পারেন যাত্রীদের? যদিও সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়াই লক্ষ্য করা গিয়েছে। মদ্যপ যাত্রীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রশংসাই করেছেন অনেকে। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ওই দু’জনের বিরুদ্ধে মামলাও করেছে পুলিশ। ভিডিওটিতে দেখা গিয়েছে, বিমানকর্মীটি প্রথমে পাশেই দাঁড়িয়ে থাকা এক ট্রাফিক পুলিশকে হেনস্থার কথা জানান। পরে পুলিশের সামনে তাঁকে হেনস্থাকারীদের বলতে থাকেন, ‘‘এখনই ক্ষমা চাও। পুরো ঝুঁকে আমার পা ছোঁও, না হলে কিছুতেই ছাড়ব না।’’ এর পরেই ওই যাত্রীদের বিমানকর্মীর পা ছুঁতে দেখা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন