Vladimir Putin- Ajit Doval

ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠক ডোভালের, রুশ তেল কেনায় ভারতকে ট্রাম্পের জরিমানার প্রসঙ্গ কি এল আলোচনায়?

অনিশ্চিত হয়ে পড়েছে নয়াদিল্লি-ওয়াশিংটন বাণিজ্যচুক্তি। টানাপড়েনের এই আবহে বৃহস্পতিবার মস্কোয় গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ২২:৫২
Share:

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ছবি: পিটিআই।

রাশিয়ার কাছ থেকে তেল কেনার ‘অপরাধে’ ভারতীয় পণ্যের উপর জরিমানা-সহ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনিশ্চিত হয়ে পড়েছে নয়াদিল্লি-ওয়াশিংটন বাণিজ্যচুক্তি। টানাপড়েনের এই আবহে বৃহস্পতিবার মস্কোয় গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

Advertisement

রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে, পুতিন-ডোভাল বৈঠকে নয়াদিল্লি-মস্কো কৌশলগত অংশীদারি অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়েছে। যদিও বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে কোনও পক্ষই বিস্তারিত কিছু জানায়নি। প্রসঙ্গত, নয়াদিল্লি ছেড়ে মস্কোর উদ্দেশে পাড়ি দেওয়ার আগে বৃহস্পতিবার সকালে ডোভাল জানিয়েছিলেন, শুল্ক বা বাণিজ্য সংক্রান্ত কোনও আলোচনার লক্ষ্যে তিনি রাশিয়া যাচ্ছেন না। তিনি বলেন, ‘‘দ্বিপাক্ষিক নিরাপত্তা বিষয়ক আলোচনাই আমার সফরের উদ্দেশ্য।’’

বুধবার ট্রাম্প ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পণ্যের উপর আরও ২৫ শতাংশ জরিমানা আরোপ করেছেন ট্রাম্প। চলতি মাসের ২৭ তারিখ থেকে তা কার্যকর হওয়ার কথা। এই আবহে ডোভালের মস্কো সফর ঘিরে জল্পনা তৈরি হয়েছে। যদিও তাঁর এই সফরের দিনক্ষণ আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু সাম্প্রতিক অতীতে ভারত-রাশিয়া বাণিজ্যিক সম্পর্ক নিয়ে যে ভাবে ভারতকে নিশানা করে একের পর এক আক্রমণ শানিয়েছে আমেরিকা, সেই কারণেই এই সফরের তাৎপর্য অনেক বেড়ে গিয়েছে। সূত্রের খবর, সফরে রাশিয়ার ঊর্ধ্বতন নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ডোভাল। বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ দমনের মতো বিষয়ে আলোচনা হয়েছে। প্রসঙ্গত, চলতি মাসের শেষের দিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করেরও রাশিয়া যাওয়ার কথা রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement