তালিবান হানার মধ্যেই কাবুলে দৌত্য ডোভালের

এই পরিস্থিতির মধ্যেই কাল কাবুলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানিফ আতমারের সঙ্গে বৈঠক করলেন ডোভাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৭ ০৩:০৬
Share:

অজিত ডোভাল। —ফাইল চিত্র।

সন্ত্রাসে মদতের প্রশ্নে পাকিস্তানের সঙ্গে টানাপড়েন চলছে ভারতের। এই অবস্থায় আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়াতে চাইছে ভারত। সেই লক্ষ্যেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এখন কাবুলে রয়েছেন। তার মধ্যেই সোমবার রাত থেকে আফগানিস্তানে দু-দু’টি বড় হামলা চালাল তালিবানরা।

Advertisement

আজ পাকতিয়া প্রদেশের গারদেজ শহরে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলায় ৫২ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ২০ জন সাধারণ নাগরিক। এ দিনই অন্যত্র পৃথক দুটি হামলায় আরও ১৭ জন পুলিশ-সহ অন্তত ২২ জন প্রাণ হারান। তিনটি ঘটনায় আহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই কাল কাবুলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানিফ আতমারের সঙ্গে বৈঠক করলেন ডোভাল। এমনিতেই গত কয়েক বছরে কাবুল-দিল্লি ঘনিষ্ঠতা বেড়েছে। যা মোটেই পছন্দ নয় ইসমালাবাদ বা বেজিংয়ের।

Advertisement

তাৎপর্যপূর্ণ ভাবে কাবুলে যখন আফগানিস্তানের নিরাপত্তা, শান্তি প্রক্রিয়া, তালিবান বিরোধিতা নিয়ে দ্বিপাক্ষিক স্তরে আলোচনা করছে নয়াদিল্লি, ঠিক তখনই ওমানের রাজধানী মাসকটে বসেছে এই একই বিষয় নিয়ে ভিন্ন একটি অক্ষের বৈঠক। চর্তুদেশীয় সেই অক্ষটি হল আমেরিকা-পাকিস্তান-আফগানিস্তান এবং চিন।

কূটনৈতিক সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নয়া আফগানিস্তান নীতি ঘোষণায় ভারতের ভূমিকাকে স্বাগত জানানোর পরই এ ব্যাপারে সক্রিয়তা বাড়িয়েছে সাউথ ব্লক। আমেরিকা এই নয়া নীতিতে ভারতকে বেশি গুরুত্ব দেওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় মদতপ্রাপ্ত সন্ত্রাসের প্রশ্নে পাকিস্তানেরও কড়া সমালোচনা করেছে। কিন্তু সতর্ক নয়াদিল্লি এটা জানে যে, আজ পাকিস্তানকে আফগান-প্রশ্নে লঘু করে দেখানো হলেও ভূকৌশলগত রাজনীতিতে সে দেশকে পুরোপুরি অবজ্ঞা করা আমেরিকার পক্ষে কার্যত অসম্ভব। তা ছাড়া চিন এবং পাকিস্তান একই সঙ্গে যে জোটে আছে, তা যে দক্ষিণ পশ্চিম এশিয়ার রাজনীতিতে ভারতের ক্ষমতা খর্ব করার জন্যই পদক্ষেপ করবে, সে ব্যাপারে নিঃসন্দেহ সাউথ ব্লকের কূটনীতিকেরা।

নয়াদিল্লির কাছে এটাও স্পষ্ট নয়, আফগানিস্তান প্রশ্নে আমেরিকাও দ্বিচারিতা করবে কি না। ফলে ট্রাম্পের বলার পর থেকেই যত সম্ভব দ্রুত কাবুলের সঙ্গে কৌশলগত সহযোগিতার ভিতটি পোক্ত করে নিতে চাইছে ভারত। সেই অঙ্কেই গত কাল আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি, চিফ এক্সিকিউটিভ অফিসার আবদুল্লা আবদুল্লা এবং হানিফ আতমারের সঙ্গে বিশদ বৈঠক করেছেন ডোভাল। কথা হয়েছে সামরিক সহায়তা বাড়ানো নিয়ে। তাৎপর্যপূর্ণ ভাবে ট্রাম্প তাঁর আফগান নীতি ঘোষণা করার পর থেকে এ’টি তৃতীয় ভারত-আফগান শীর্ষকর্তা পর্যায়ের বৈঠক। এর আগে নয়াদিল্লিতে দু’দেশের মধ্যে বাণিজ্য বৈঠক এবং মস্কোয় সাংহাই কোঅপারেশনের কন্টাক্ট গ্রুপ-এর বৈঠকে মুখোমুখি হয়েছিলেন দু’দেশের নেতারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন