National News

আচমকা হাঁটতে হাঁটতে নেতাজির বাংলোয় টিপু, দীর্ঘ বৈঠক, জল্পনা তুঙ্গে

নিজের বাসভবন থেকে বেরিয়ে পায়ে হেঁটে মুখ্যমন্ত্রী সাতসকালেই ঢুকে পড়লেন বাবার বাংলোয়। লখনউতে গত কয়েক দিনে শীতের কামড় বেশ তীব্র হওয়া সত্ত্বেও যাদব পরিবারের অভ্যন্তরীণ উত্তাপ তাতে একটুও কমেনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৭ ১৪:৫২
Share:

—ফাইল চিত্র।

নিজের বাসভবন থেকে বেরিয়ে পায়ে হেঁটে মুখ্যমন্ত্রী সাতসকালেই ঢুকে পড়লেন বাবার বাংলোয়। লখনউতে গত কয়েক দিনে শীতের কামড় বেশ তীব্র হওয়া সত্ত্বেও যাদব পরিবারের অভ্যন্তরীণ উত্তাপ তাতে একটুও কমেনি। কিন্তু মঙ্গলবার হিম-ঠাণ্ডা সকালে মুখ্যমন্ত্রী নিবাসের কর্মীদের, নিরাপত্তারক্ষীদের, মুলায়ম সিংহের বাংলোর দারোয়ানদের এবং আরও অনেককে চমকে দিয়ে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব যে ভাবে গটগট করে হেঁটে ঢুকে পড়লেন বাবার বাংলোয়, তাতে গত কয়েক মাস ধরে যাদব পরিবারে দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের আঁচ আচমকা ধিমিয়ে আসার ইঙ্গিত স্পষ্ট।

Advertisement

মঙ্গলবার সকালে মুলায়ম সিংহ যাদবের বাংলোয় প্রায় দেড় ঘণ্টা বৈঠক হল পিতা-পুত্রের। লখনউতে অখিলেশ আর মুলায়মের বাংলো একেবারে গায়েগায়েই। মেন গেটার বাইরে না এসে ভিতর দিয়েও এক বাংলো থেকে অন্যটিতে যাওয়ার পথ রয়েছে। অখিলেশ অবশ্য ভিতর দিয়ে চুপিসাড়ে বাবার বাংলোয় ঢোকেননি। মেন গেট দিয়ে বাইরে এসে প্রকাশ্য রাজপথ ধরেই মুলায়মের বাংলোয় ঢুকেছেন। সোমবারই মুলায়ম ঘোষণা করেছিলেন, উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনে সপার তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অখিলেশই। তার পর রাত পোহাতেই অখিলেশ হাজির বাবার বাংলোয়। অখিলেশ-মুলায়মের এই বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

যাদব পরিবারে তথা সপায় তুমুল টানাপড়েন শুরু হওয়ার পর থেকে অখিলেশ-মুলায়ম এই প্রথম একান্ত বৈঠকে বসলেন, তা কিন্তু নয়। কিন্তু সে বৈঠকগুলির কোনওটিই সে ভাবে ফলপ্রসূ হয়নি। মঙ্গলবার সকালের বৈঠক সেগুলির চেয়ে একটু আলাদা বলে সপা সূত্রের খবর। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতার মধ্যে এ দিন সকালে হওয়া বৈঠকে কী কথা হল, তা নিয়ে কোনও পক্ষই এখনও পর্যন্ত মুখ খোলেনি। তবে ওয়াকিবহাল মহল বলছে, মুলায়ম সিংহ যাদব অবশেষে অখিলেশকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে দেওয়ায় জট অনেকটা খুলেছে। বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করার বিষয়ে শিবপাল সিংহ যাদব এবং অমর সিংহদের কোনও ভূমিকা যাতে না থাকে, মুলায়মের সঙ্গে বৈঠকে অখিলেশ এ দিন সেই নিশ্চয়তা আদায় করে নেওয়ার চেষ্টা করেছেন।

Advertisement

আরও পড়ুন: দল ভাঙার প্রশ্নই নেই, জানিয়ে দিলেন মুলায়ম

শিবপাল এবং অমরের অনুপস্থিতিও কিন্তু আজ সকাল থেকে বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। অখিলেশের সঙ্গে মুলায়মের দ্বন্দ্ব সঙ্ঘাতের রূপ নেওয়ার পর থেকে শিবপাল সিংহ যাদব এবং অমর সিংহ প্রায় সর্বক্ষণ ঘিরে রাখছিলেন মুলায়মকে। এ দিন সকালে অখিলেশের সঙ্গে মুলায়মের বৈঠক হওয়ার পর থেকে কিন্তু শিবপাল বা অমরকে আর মুলায়মের আশেপাশে দেখা যায়নি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিধানসভা নির্বাচনের আগে অখিলেশকে কিছুতেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হবে না বলে জানিয়ে যে একবগ্গা অবস্থান নিয়েছিলেন মুলায়ম, সোমবার তিনি সেই অবস্থান থেকে সম্পূর্ণ সরে আসার পরেই পিতা-পুত্রের মধ্যে জমে থাকা বরফ গলতে শুরু করেছে। মুলায়ম সোমবার সন্ধ্যায় বলেন, ‘‘নির্বাচনে সমাজবাদী পার্টি জয়ী হলে অখিলেশই আবার মুখ্যমন্ত্রী হবেন, এ বিষয়ে কোনও সন্দেহ নেই।’’ তাঁর সঙ্গে অখিলেশের কোনও বিরোধ নেই বলেও মুলায়ম সোমবার আবার দাবি করেন। এই প্রেক্ষাপটেই আজ অখিলেশ-মুলায়মের বৈঠক এবং শিবপাল-অমরের অনুপস্থিতি। সপার জট কি কাটছে? স্পষ্ট হয়ে যাবে অচিরেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন