বিরোধী দলনেতা নন অখিলেশ

মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু হেরে যাওয়ার পরে উত্তরপ্রদেশ বিধানসভায় বিরোধী দলনেতাও হতে পারছেন না অখিলেশ যাদব। ৪০৩ আসনের বিধানসভায় সপা সব

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৭ ০৪:০১
Share:

মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু হেরে যাওয়ার পরে উত্তরপ্রদেশ বিধানসভায় বিরোধী দলনেতাও হতে পারছেন না অখিলেশ যাদব। ৪০৩ আসনের বিধানসভায় সপা সব থেকে বড় বিরোধী দল। তাদের আসন সংখ্যা ৪৭। কিন্তু অখিলেশ ভোটে লড়েননি, তিনি রাজ্যের বিধান পরিষদের সদস্য। ফলে বিরোধী দলনেতার পদ পাওয়া তাঁর পক্ষে অসম্ভব। সপা সূত্রের খবর, বিরোধী নেতার পদে আজম খান ও শিবপাল যাদবকে নিয়ে জল্পনা চলছে। অখিলেশ আজম খানের পক্ষে। কিন্তু হারের পরে মুলায়মের থেকে চাপ বেড়েছে। দলের নেতারা জানাচ্ছেন, সদ্য নির্বাচিত বিধায়ককে সরিয়ে উপ-নির্বাচনের মাধ্যমে বিধানসভায় আসতে আগ্রহী নন অখিলেশ। বরং কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির বিরোধিতার জন্য বৃহত্তর কৌশল তৈরি করতে চান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement