News of the Day

অহমদাবাদে ‘ফাইনাল’। যুবভারতী কেলেঙ্কারির তদন্ত। ফাইনালে কি ভারত-পাকিস্তান। আর কী কী নজরে

লখনউয়ে কুয়াশায় ভেস্তে গিয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-টোয়েন্টি। ফলে সিরিজ়ের ফয়সালা হবে অহমদাবাদে। আজ সন্ধ্যা ৭টা থেকে শুরু খেলা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৮
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

লখনউয়ে কুয়াশায় ভেস্তে গিয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-টোয়েন্টি। ফলে সিরিজ়ের ফয়সালা হবে অহমদাবাদে। আপাতত ২-১ এগিয়ে ভারত। সিরিজ় জিততে হলে শেষ ম্যাচে জিততে হবে সূর্যকুমার যাদবদের। তবে এই পরিস্থিতি থেকে ভারতের সিরিজ় হারার কোনও সম্ভাবনা নেই। আজ সন্ধ্যা ৭টা থেকে শুরু খেলা। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

যুবভারতীকাণ্ডের তদন্তে ইতিমধ্যে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুসন্ধান কমিটি গড়ে দিয়েছিলেন, সেই কমিটির সুপারিশেই সিট গঠিত হয়েছে। গত ১৩ ডিসেম্বর মেসির অনুষ্ঠানে ঠিক কী হয়েছিল, তা জানতে ইতিমধ্যেই স্টেডিয়ামের সমস্ত সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে। ওই দিন স্টেডিয়ামে কত জন দর্শক ছিলেন, কারা প্রথম বোতল ছোড়েন, সে সব জানার চেষ্টা চলছে। জানা গিয়েছে, স্টেডিয়ামের নীচের টিয়ার থেকে প্রথম বোতল ছোড়া হয়। তার পর একে একে বোতল ছুড়তে শুরু করেন বাকিরাও। যে ব্লক থেকে বিশৃঙ্খলার সূত্রপাত হয় যুবভারতীতে, সিসিটিভি ফুটেজ দেখে সেই ব্লকও চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

Advertisement

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দু’টি সেমিফাইনাল রয়েছে আজ। একটি সেমিফাইনালে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। অপর সেমিফাইনাল খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। অর্থাৎ, আরও এক বার ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হতে পারে। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। আবার কি দেখা যাবে দু’দলের লড়াই? বৈভব সূর্যবংশী, অভিজ্ঞান কুন্ডুরা ফর্মে রয়েছেন। ফলে ভারতের আত্মবিশ্বাস তুঙ্গে। দু’টি ম্যাচই সকাল ১০:৩০ মিনিটে শুরু। সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক ও সোনিলিভ অ্যাপে।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানির জন্য ভোটারদের নোটিস পাঠানো শুরু করার কথা ছিল বৃহস্পতিবার থেকে। কিন্তু তা এখনও শুরু করা যায়নি। বিশেষ কিছু কারণে এখনও প্রক্রিয়া আটকে রয়েছে। তবে নির্বাচন কমিশন সূত্রে খবর, আজ থেকেই ভোটারদের নোটিস পাঠানো শুরু হয়ে যাবে। অনেকেই আজ নোটিস হাতে পাবেন।

একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার জেরেই ভাটা পড়েছে শীতের আগমনে। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গের কোথাও এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। তবে বড়দিনের পর থেকে ধীরে ধীরে পারদপতন শুরু হতে পারে। বড়দিন থেকে বর্ষশেষ পর্যন্ত তাপমাত্রা কিছুটা কম থাকবে। তবে আগামী সাত দিনে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না।

অস্ট্রেলিয়ার ৩৭১ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড ৮ উইকেট হারিয়ে ২১৩ রান করেছে। দলের ব্যাটিং ব্যর্থ। ৪৫ রান করে লড়ছেন অধিনায়ক বেন স্টোকস। সঙ্গে রয়েছেন জফ্রা আর্চার। এই দু’জন মিলে কি ইংল্যান্ডকে খেলায় ফেরাতে পারবেন? নাকি সিরিজ় জয়ের পথে এগিয়ে যাবে অস্ট্রেলিয়া? আজ তৃতীয় দিনের খেলা। ভোর ৫টা থেকে। খেলা সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement