কুকথার বিরুদ্ধে বুয়ার পাশে বাবুয়া

এই একই বিধায়ক এর আগেও এসপি সম্পর্কে কুকথা বলেছিলেন। ইন্টারনেটে তা রয়েছে।’’ 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৯ ০৪:৪৮
Share:

অখিলেশ যাদব। —ফাইল চিত্র।

সদ্য পাওয়া জোটসঙ্গী বিএসপি নেত্রী মায়াবতীর পাশে দাঁড়ালেন এসপি নেতা অখিলেশ সিংহ যাদব। সম্প্রতি উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সাধনা সিংহ অপমানজনক ভাষায় আক্রমণ করেছিলেন মায়াকে। ‘বুয়ার’ অপমানের নিন্দা করে অখিলেশ আজ বলেন, ‘‘ভারতীয় সংস্কৃতির একমাত্র ধারক এবং বাহক হিসেবে দাবি করে যে দল, তারই এক সদস্যের মুখে এমন অশালীন ভাষা! এই একই বিধায়ক এর আগেও এসপি সম্পর্কে কুকথা বলেছিলেন। ইন্টারনেটে তা রয়েছে।’’

Advertisement

জাতীয় মহিলা কমিশন আজ নিজে থেকেই সাধনা সিংহকে একটি নোটিস পাঠিয়েছে। জানতে চাওয়া হয়েছে, এই ধরনের আপত্তিকর এবং নীতিহীন মন্তব্য কেন করলেন তিনি। গোটা বিষয়টির নিন্দা করে কমিশন জানায়, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন এবং আক্রমণাত্মক মন্তব্যে এক জন মহিলার গরিমা ক্ষুন্ন হয়। গুরুত্বপূর্ণ পদে আসীন থেকেও কেন তিনি এমন বললেন, তার সন্তোষজনক উত্তর দিতে বলেছে কমিশন।

রাজনীতির লোকজন বলছেন, ভোটের মুখে দলের বিধায়কের এই রকম অশালীন মন্তব্য বুমেরাং হয়ে যেতে পারে বিজেপির কাছে। এটা বোঝার পরই মাঠে নেমেছে তারাও। বিরোধীদের মতে, সরকারের শীর্ষ নেতৃত্ব মহিলা কমিশনকে দিয়ে নোটিস পাঠিয়ে ক্ষত মেরামতির চেষ্টা করেছে। অখিলেশের কথায়, ‘‘এসপি-বিএসপি জোটের ফলে বিজেপি চরম হতাশ হয়ে পড়েছে।’’ বিএসপি-র পক্ষ থেকে পুলিশের কাছে ওই বিধায়কের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে।

Advertisement

সাধনা দুঃখপ্রকাশ করে বলেছেন, ‘‘নারী-গরিমার হানি হয়েছে মনে করে বলেছিলাম। কারও অন্য রকম মনে হলে ক্ষমা চাইছি।’’ সাধনার দাবি, নাম করেননি কারও। কিন্তু ভিডিয়ো ক্লিপিংয়ে দেখা গিয়েছে, মায়াবতীর নাম করেই কটূক্তি করছেন সাধনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন