ডোনাল্ড ট্রাম্পের সংস্থার আবাসন। — ফাইল চিত্র।
প্রথম দিনেই বিক্রি হয়ে গেল গুরুগ্রামে নির্মীয়মাণ দ্বিতীয় ‘ট্রাম্প টাওয়ার’-এর সমস্ত ফ্ল্যাট! মঙ্গলবার বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে নির্মাণকারী সংস্থা ট্রাম্প অর্গানাইজেশন, স্মার্টওয়ার্ল্ড এবং ট্রেবেকা ডেভেলপার্স। উদ্বোধনের দিনেই ব্যাপক সাড়া ফেলেছে গুরুগ্রামের এই বিলাসবহুল আবাসন প্রকল্প। প্রথম দিনেই বিক্রি হয়েছে মোট ৩,২৫০ কোটি টাকার!
গুরুগ্রামের সেক্টর ৬৯-এ গল্ফ কোর্স এক্সটেনশন রোডের অদূরে অবস্থিত ‘ট্রাম্প রেসিডেন্সেস’-এ দু’টি ৫১তলা টাওয়ার রয়েছে। তাতে সব মিলিয়ে রয়েছে মোট ২৯৮টি অতি-বিলাসবহুল ফ্ল্যাট। দামও সাধারণের ধরাছোঁয়ার বাইরে। প্রতি বর্গফুটের দাম ২৭,০০০ টাকা। এক একটি ফ্ল্যাটের দাম ৮ কোটি টাকা থেকে শুরু। সর্বাধিক দাম ১৫ কোটি টাকা। প্রতিটি টাওয়ারে বহুমূল্য অন্দরসজ্জা চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। রয়েছে ব্যক্তিগত লিফ্ট, বিলাসবহুল ক্লাবহাউস। এখানেই ভারতের প্রথম অ্যাকোয়ারিয়াম বার এবং রেস্তোরাঁ থাকবে, অর্থাৎ বার ও রেস্তোরাঁর ভিতরেই থাকবে বিশাল অ্যাকোয়ারিয়াম। এ ছাড়া, অতি-বিলাসবহুল কয়েকটি পেন্টহাউসও রয়েছে ওই আবাসন প্রকল্পে, যেগুলির দাম ১২৫ কোটি টাকা থেকে শুরু। অথচ উদ্বোধনের সঙ্গে সঙ্গে চোখের পলকে বিক্রি হয়ে গিয়েছে সেগুলিও!
এ বিষয়ে স্মার্টওয়ার্ল্ড ডেভেলপার্সের প্রতিষ্ঠাতা পঙ্কজ বনসল বলেন, ‘‘ক্রেতাদের মধ্যে এই অসাধারণ সাড়া দেখেই বোঝা যায়, ভারতে বহু মানুষ বিশ্বমানের জীবনযাত্রার আকাঙ্ক্ষা রাখেন। স্মার্টওয়ার্ল্ড এই যুগান্তকারী প্রকল্পে নেতৃত্ব দিতে পেরে গর্বিত। আমাদের উপর আস্থা রাখার জন্য ক্রেতাদের ধন্যবাদ জানাই।’’ প্রসঙ্গত, বর্তমানে মুম্বই, পুণে, কলকাতা এবং গুরুগ্রামে চারটি বিলাসবহুল আবাসন প্রকল্প আছে ট্রাম্প গোষ্ঠীর। কলকাতার ট্রাম্প টাওয়ারের কাজও শেষের মুখে।