Allahabad

ইলাহাবাদের নাম বদলে হচ্ছে প্রয়াগরাজ, জানালেন যোগী

আসন্ন কুম্ভমেলার আগেই ইলাহাবাদের নাম পরিবর্তন হচ্ছে। নতুন নাম হবে প্রয়াগরাজ, জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ১৮:২০
Share:

আসন্ন কুম্ভমেলার আগেই ইলাহাবাদের নাম পরিবর্তন হচ্ছে। নতুন নাম হবে প্রয়াগরাজ, জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Advertisement

মুখ্যমন্ত্রী শনিবার জানিয়েছেন,অখড়া পরিষদ ইলাহাবাদের নাম বদলের বিষয়টি নিয়ে প্রথম আলোচনা করেছিল। তারাই প্রস্তাব দেয় ইলাহাবাদের নাম বদলের। একই সঙ্গে যোগী জানিয়েছেন, রাজ্য সরকার ইতিমধ্যেই বিষয়টি অনুমোদন করেছে। ২০১৯ সালের কুম্ভের আগেই এটা কার্যকর হবে।

যোগী জানিয়েছেন, ইলাহাবাদ নামটি মুঘল আমলে দেওয়া হয়েছিল। এটা গঙ্গা-যমুনার সঙ্গম স্থল।যা প্রয়াগ নামে পরিচিত। সে কারণেই এই নাম পরিবর্তন।

Advertisement

আরও পড়ুন: আটকে গেল পিস্তল, মুখ দিয়েই ‘ঠাঁই ঠাঁই’ গুলি চালাল পুলিশ!

নাম পরিবর্তনের বিষয়ে অখিল ভারতীয় আখড়া পরিষদের প্রধান মহন্ত নরেন্দ্র গিরি বলেন, ‘‘আমরা ইলাহাবাদের নাম পরিবর্তনের জন্য রাজ্য সরকারকে অনুরোধ করেছিলাম। সরকার সেই অনুরোধ মেনে নেওয়ায় আমরা কৃতজ্ঞ।’’

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন