আরও একবার ভুয়ো সংঘর্ষের অভিযোগ

আফস্পা বলবৎ থাকলেও সেনাবাহিনী বিনা বিচারে কাউকে মারতে পারবে না বলে গত কালই নির্দেশ দিয়েছে সু্প্রিম কোর্ট। সেই নির্দেশকে সামনে রেখে এবার আসাম রাইফেলসকে কাঠগড়ায় তুলল সংঘর্ষবিরতিতে থাকা এনএসসিএন (রিফর্মেশন) গোষ্ঠী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ১০ জুলাই ২০১৬ ০২:১৪
Share:

আফস্পা বলবৎ থাকলেও সেনাবাহিনী বিনা বিচারে কাউকে মারতে পারবে না বলে গত কালই নির্দেশ দিয়েছে সু্প্রিম কোর্ট। সেই নির্দেশকে সামনে রেখে এবার আসাম রাইফেলসকে কাঠগড়ায় তুলল সংঘর্ষবিরতিতে থাকা এনএসসিএন (রিফর্মেশন) গোষ্ঠী।

Advertisement

বৃহস্পতিবার এনএসসিএন (আর) জঙ্গিদের খোঁজে অরুণাচল প্রদেশের তিরাপ জেলায় অভিযান চালায় আসাম রাইফেলস। অভিযোগ ছিল, সংঘর্ষবিরতির সুযোগ নিয়ে খেতি গ্রামে ঘাঁটি বানিয়ে অস্ত্র, মাদক পাচার এবং তোলাবাজি চালাচ্ছে ওই গোষ্ঠীর জঙ্গিরা। গুলির লড়াইয়ে চার জঙ্গির মৃত্যু হয়। মিলেছিল দু’টি একে-৫৬ রাইফেল, একটি পিস্তল। কিন্তু আজ জঙ্গি সংগঠনটি দাবি করেছে, বিনা প্ররোচনায় তাদের শিবিরে হামলা চালিয়ে ঠান্ডা মাথায় তাদের চার সদস্যকে গুলি করে মেরেছে আধা-সেনা। তাদের অভিযোগ, সংঘর্ষবিরতি নীতির তোয়াক্কা না করে এ ভাবে সংগঠনের শিবিরে ঢুকে হামলা চালিয়ে অন্যায় করেছে নিরাপত্তা বাহিনী। অবশ্য, জঙ্গি সংগঠনের দাবি উড়িয়ে আসাম রাইফেলসের তরফে জানানো হয়েছে, ওই ঘাঁটির কাছাকাছি যেতেই স্বয়ংক্রিয় অস্ত্র থেকে জঙ্গিরা গুলি চালানো শুরু করে। বাধ্য হয়েই জওয়ানরাও পাল্টা গুলি চালায়। তাদের
দাবি, সংঘর্ষবিরতি চুক্তি জঙ্গিরাই মানেনি। তারা গ্রামে বসে অস্ত্র ও মাদক পাচার চালাচ্ছিল। যা বন্ধ করতে গিয়েই এই কাণ্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন