Amarnath Yatra

নির্ধারিত দিনের এক সপ্তাহ আগেই স্থগিত করে দেওয়া হচ্ছে অমরনাথ যাত্রা! কেন এই সিদ্ধান্ত, কী বলছে প্রশাসন?

শ্রী অমরনাথ যাত্রা বোর্ডের তরফে জানানো হয়েছে, এ বছর ৪ লক্ষ পুণ্যার্থী অমরনাথ যাত্রায় এসেছিলেন। তবে গত এক সপ্তাহ থেকে পুণ্যার্থীদের সংখ্যা অনেক কমে এসেছে বলে জানিয়েছে বোর্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১৭:৫১
Share:

অমরনাথ যাত্রায় পুণ্যার্থীরা। ফাইল চিত্র।

নির্ধারিত দিনের এক সপ্তাহ আগেই বন্ধ করে দেওয়া অমরনাথ যাত্রা। আগামী ৯ অগস্ট এ বছরের মতো অমরনাথ যাত্রা শেষ হওয়ার কথা। কিন্তু তার এক সপ্তাহ আগেই এই যাত্রা বন্ধের সিদ্ধান্ত নিল প্রশাসন। রবিবার থেকে বন্ধ হয়ে যাবে অমরনাথ যাত্রা। শনিবার এমনই ঘোষণা করল জম্মু-কাশ্মীর প্রশাসন।

Advertisement

কাশ্মীরের ডিভিশনাল কমিশনার বিজয় কুমার ভাদুড়ি জানিয়েছেন, ভারী বৃষ্টির জেরে বালতাল এবং পহেলগাঁও— অমরনাথ যাত্রার জন্য এই দু’টি পথ মেরামতির প্রয়োজন হয়ে পড়েছে। দেখা যাচ্ছে, এই দুই পথে রবিবার থেকে নির্মাণ এবং মেরামতির কাজ শুরু হচ্ছে। বড় বড় যন্ত্রপাতিও আনা হয়েছে। এমন পরিস্থিতিতে অমরনাথ যাত্রা চালিয়ে যাওয়া সহজতর হবে না। তাই ৩ অগস্ট থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে এই যাত্রা। বালতাল এবং পহেলগাঁও— দু’টি পথই বন্ধ থাকবে।

শ্রী অমরনাথ যাত্রা বোর্ডের তরফে জানানো হয়েছে, এ বছর ৪ লক্ষ পুণ্যার্থী অমরনাথ যাত্রায় এসেছিলেন। তবে গত সপ্তাহ থেকে পুণ্যার্থীদের সংখ্যা অনেক কমে এসেছে বলে জানিয়েছে বোর্ড। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর এ বছর অমরনাথ যাত্রায় নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছিল। অতিরিক্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছিল। ৬০০ অতিরিক্ত কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছিল এই যাত্রার সময়ে। এ বছর ৩ জুলাই থেকে শুরু হয়েছিল অমরনাথ যাত্রা। শেষ হওয়ার কথা ছিল ৯ অগস্ট। কিন্তু দুর্যোগপূর্ণ আবহওয়া এবং বালতাল, পহেলগাঁও— এই দুই পথে মেরামতির কাজের জন্য নির্ধারিত সময়ের আগেই তা বন্ধ করার সিদ্ধান্ত নিল প্রশাসন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement