Fire At Ambulance

হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সে আগুন! ঝলসে মৃত্যু এক সদ্যোজাত, চিকিৎসক-সহ চার জনের

পুলিশ সূত্রে খবর, জন্মের পরই শিশুটির অবস্থার অবনতি হওয়ায় তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল। অ্যাম্বুল্যান্সে ওই সদ্যোজাতের দেখাশোনার জন্য এক চিকিৎসক এবং নার্স ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৬:১১
Share:

অগ্নিদগ্ধ সেই অ্যাম্বুল্যান্স। ছবি: সংগৃহীত।

হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সে আগুন ধরে ঝলসে মৃত্যু হল এক সদ্যোজাত শিশু, এক চিকিৎসক-সহ চার জনের। মঙ্গলবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গুজরাতের আরাবল্লি জেলার মোদাসা শহরে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, জন্মের পরই শিশুটির অবস্থার অবনতি হওয়ায় তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল। অ্যাম্বুল্যান্সে ওই সদ্যোজাতের দেখাশোনার জন্য এক চিকিৎসক এবং নার্স ছিলেন। এ ছাড়াও ছিলেন শিশুটির বাবা এবং দুই আত্মীয়। মোদাসা-ধানসুরা রাস্তা ধরে অ্যাম্বুল্যান্সটি যাচ্ছিল। মোদাসার হাসপাতাল থেকে আমদাবাদের অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল শিশুটিকে। সেই সময়েই অ্যাম্বুল্যান্সে আগুন ধরে যায়।

পুলিশ সূত্রে খবর, অ্যাম্বুল্যান্সের পিছনের দিকের দরজা খুলতে পারেননি ভিতরে থাকা লোকজন। জানলা ভাঙারও সুযোগ পাননি। মুহূর্তেই গোটা অ্যাম্বুল্যান্সটি আগুনের গ্রাসে চলে যায়। চালক এবং তাঁর পাশের আসনে বসা শিশুর দুই আত্মীয় লাফিয়ে অ্যাম্বুল্যান্স থেকে বেরোতে পারলেও, শিশুটিকে নিয়ে বাকিরা বেরোতে পারেননি। ফলে ঝলসে মৃত্যু হয় চার জনেরই। মৃতদের মধ্যে রয়েছেন, শিশুটির বাবা জিগনেশ মোচি, চিকিৎসক শান্তিলাল রেন্টিয়া, নার্স ভুরিবেন মনত এবং সদ্যোজাত শিশুটি। অ্যাম্বুল্যান্স চালক এবং শিশুর দুই আত্মীয়ও আগুনে ঝলসে যান। গুরুতর অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement