হাওড়ার আন্দুলে বাইক সারানোর গ্যারাজে আগুন। —নিজস্ব চিত্র।
হাওড়ার আন্দুলে বাইক সারানোর গ্যারাজে আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল গ্যারাজের মালিক সন্দীপ দাসের। মঙ্গলবার দুপুরে হাওড়ার নিমতলা এলাকায় আন্দুল রোডের উপর ওই গ্যারাজে আগুন লাগে। বাইক সারানোর সময় ওয়েল্ডিং করতে গিয়ে আগুন লাগে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
আগুন লাগার পরেই ঘটনাস্থলে যায় দমকলের দু’টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, ওই গ্যারাজে অবৈধ ভাবে কাটা তেল বিক্রি করা হত। গ্যারাজে সেগুলি মজুত থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে।
ওই গ্যারাজের পাশেই একটি রেস্তরাঁ-সহ বেশ কয়েকটি দোকান রয়েছে। তাই আগুন অন্যত্র ছড়িয়ে পড়ারও আশঙ্কা ছিল। তবে দমকল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তার পর আগুন পুরোপুরি নেবানোর কাজ শুরু হয়। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে ফরেন্সিক দল যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।