Traffic Jam

পাঁচ ঘণ্টা ধরে যানজটে আটকে রইল অ্যাম্বুল্যান্স, সময়মতো হাসপাতালে পৌঁছোতে না পারায় মুম্বইয়ে পথেই মৃত্যু শিশুর!

জানা গিয়েছে, শিশুটির কোমরে গুরুতর আঘাত ছিল। নয়গাঁওয়ের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে মুম্বইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৮
Share:

যানজটের ফাঁসে পড়ে মৃত্যু হল শিশুর। প্রতিনিধিত্বমূলক ছবি।

পাঁচ ঘণ্টা ধরে যানজটে আটকে ছিল অ্যাম্বুল্যান্স। সময়মতো হাসাপাতালে পৌঁছোতে না পারায় রাস্তাতেই মৃত্যু হল ১৬ মাসের শিশুর। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে।

Advertisement

জানা গিয়েছে, শিশুটির কোমরে গুরুতর আঘাত ছিল। নয়গাঁওয়ের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। অবস্থার অবনতি হওয়ায় তাকে মুম্বইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। মুম্বই-অহমদাবাদ হাইওয়ে ধরে অ্যাম্বুল্যান্সটি যাচ্ছিল। কিন্তু ঠাণে-ঘোরবন্দর রোডে মেরামতির কাজ চলায় গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। বিশাল যানজটের সৃষ্টি হয়। মুম্বই-অহমদাবাদ হাইওয়ের সংযোগকারী রাস্তা এটি। কিন্তু সেই রাস্তায় বিপুল যানজট সৃষ্টি হওয়ায় হাইওয়েতে উঠতেই পারেনি অ্যাম্বুল্যান্সটি।

শিশুটির পরিবার জানিয়েছে, পাঁচ ঘণ্টা ধরে অ্যাম্বুল্যান্সেই অপেক্ষা করতে হয়। শিশুটির অবস্থার আরও অবনতি হয়। শেষে মৃত্যু হয় তার।

Advertisement

এই প্রথম নয়, যানজটে অ্যাম্বুল্যান্স আটকে পড়ায় রোগীমৃত্যুর ঘটনা আগেও ঘটেছে মুম্বইয়ে। গত মাসেই সঙ্কটজনক অবস্থায় এক রোগীকে পালঘর থেকে মুম্বইয়ের হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল। ৪৮ নম্বর জাতীয় সড়ক (মুম্বই-অহমদাবাদ হাইওয়ে) ধরে অ্যাম্বুল্যান্সটি রওনা দিয়েছিল মুম্বইয়ের উদ্দেশে। তিন ঘণ্টারও বেশি সময় যানজটে আটকে পড়ে অ্যাম্বুল্যান্সটি। পথেই মৃত্যু হয় ছায়া পূরব নামে ওই রোগীর।

৪৮ নম্বর জাতীয় সড়কে যানজটে অ্যাম্বুল্যান্স আটকে পড়ায় গত অগস্টেই আরও এক রোগীর মৃত্যু হয়। মুম্বই-অহমদাবাদ হাইওয়েতে বার বার একই রকম ঘটনায় ট্রাফিক ব্যবস্থা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে, আবার সেই যানজটের ফাঁসে পড়ে আরও এক রোগীর মৃত্যু হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement