মাদ্রাজ হাই কোর্ট-সহ তিন জায়গায় বোমাতঙ্ক। ইমেলে হুমকিবার্তা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
মাদ্রাজ হাই কোর্ট, মার্কিন দূতাবাস বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। সূত্রের খবর, শুক্রবার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয় হাই কোর্ট, মার্কিন দূতাবাস, রাজ্য পুলিশের ডিজির কার্যালয় এবং একটি স্কুলে। সেই হুমকিবার্তা পাওয়ার পরই হুলস্থুল পড়ে যায়। যে সব জায়গায় হুমকিবার্তা পাঠানো হয়েছে, সেই জায়গাগুলির নিরাপত্তা আঁটসাঁট করে তল্লাশি শুরু হয়।
পুলিশ সূত্রে খবর, ইমেলে হুমকি দেওয়া হয়, ডিজি-র কার্যালয়, হাই কোর্ট এবং মার্কিন দূতাবাসে আরডিএক্স রাখা আছে। যে কোনও মুহূর্তে তা বিস্ফোরণ হতে পারে। সেই খবর পাওয়ামাত্রই তৎপর হয় রাজ্য পুলিশ। হাই কোর্ট, মার্কিন দূর্তাবাস এবং স্কুলে বম্ব স্কোয়াড পাঠানো হয়। হাই কোর্ট খালি করিয়ে তল্লাশি চালানো হয়। মার্কিন দূতাবাসেও চিরুনি তল্লাশি শুরু হয়। স্কুল খালি করিয়ে তল্লাশি চালানো হয়।
সূত্রের খবর, যদিও সন্দেহজনক তেমন কিছু মেলেনি। তবে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলি। এই প্রথম নয়, গত ৩০ জুলাই বেঙ্গালুরুর একটি অ্যাপার্টমেন্টে বোমাতঙ্ক ছড়ায়। সেই অ্যাপার্টমেন্টে ৩০০ পরিবারের বাস। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। পুলিশ এবং বম্ব স্কোয়াড এসে তল্লাশি চালায়। ২৩ জুলাই বেঙ্গালুরুর কলসিপালিয়া বাসস্ট্যান্ডের কাছে একটি ব্যাগে প্রচুর জিলেটিন স্টিক উদ্ধারে আতঙ্ক ছড়িয়েছিল।