Abdul Rauf Azhar

রউফ আজ়হার: সরব ড্যানিয়েলের বাবাও

আব্দুল রউফ আজ়হার নিহত হয়েছে বলে দাবি করেছে বিজেপি। ফলে ফের নজরে এসেছে আমেরিকান সাংবাদিক ড্যানিয়েল পার্লের হত্যাকাণ্ডের ঘটনাটি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ০৮:১৯
Share:

জইশ-ই-মহম্মদ কমান্ডার আব্দুল রউফ আজ়হার নিহত হয়েছে বলে দাবি করেছে বিজেপি। —প্রতীকী চিত্র।

পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পরে পাকিস্তানে জঙ্গি ঘাঁটির বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’-এ জইশ-ই-মহম্মদ কমান্ডার আব্দুল রউফ আজ়হার নিহত হয়েছে বলে দাবি করেছে বিজেপি। ফলে ফের নজরে এসেছে আমেরিকান সাংবাদিক ড্যানিয়েল পার্লের হত্যাকাণ্ডের ঘটনাটি। বিষয়টি নিয়ে সরব হয়েছেন ড্যানিয়েলের বাবা জুডিয়া পার্লও। ভারত সরকার অবশ্য আজ়হারের মৃত্যু নিশ্চিত করেনি।

২০০২ সালে পাকিস্তানের করাচিতে পাক মৌলবাদী জঙ্গি সংগঠন সম্পর্কে খবর সংগ্রহ করার সময়ে অপহৃত হন ড্যানিয়েল। আজ়হারই তাঁকে ব্রিটিশ বংশোদ্ভূত পাকিস্তানি জঙ্গি শেখ ওমর সইদের কাছে নিয়ে যায় বলে দাবি গোয়েন্দাদের। পরে তাঁর মুণ্ডচ্ছেদের ভিডিয়ো প্রকাশ করে জঙ্গিরা। ওমর সইদ আপাতত পাকিস্তানের জেলে বন্দি।

আজ়হারের মৃত্যু নিয়ে বিজেপির দাবির জেরে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। ড্যানিয়েলের বাবা জুডিয়ার বক্তব্য, ‘‘ভারতীয় বাহিনী আব্দুল রউফ আজ়হারকে শেষ করেছে, এই খবর দেখে যাঁরা আমার সঙ্গে যোগাযোগ করেছেন তাঁদের ধন্যবাদ। আমি একটা বিষয় স্পষ্ট করতে চাই। আজ়হার পাকিস্তানি জঙ্গি ছিল। ওর গোষ্ঠী ড্যানিয়েলের অপহরণের সঙ্গে সরাসরি যুক্ত ছিল না। কিন্তু আজ়হারের গোষ্ঠীই ভারতীয় বিমান অপহরণ করে। যার জেরে জেল থেকে মুক্তি পায় ওমর শেখ। সে-ই ড্যানিয়েলকে খবর দেওয়ার লোভ দেখিয়ে বন্দি করে।’’ ভারতীয় বিমান আইসি-৮১৪-এর যাত্রীদের বিনিময়ে ভারতের জেল থেকে যে জঙ্গিদের মুক্তি দেওয়া হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল ওমর।

ভারতের সামরিক অভিযানের ফলে চাঞ্চল্য তৈরি হয়েছে ইজ়রায়েলেও। ইজ়রায়েলি-আমেরিকান বিজ্ঞানী জুডিয়ার বক্তব্য, ‘‘ড্যানিয়েলের অন্য দুই হত্যাকারী খালিদ শেখ মহম্মদ ও ওমর শেখের এখনও সঠিক বিচার হয়নি। আশা করি এই ঘটনার ফলে তারা ফের নজরে আসবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন