US-China Tariff war

শুল্কযুদ্ধের জেরে মুখ ফিরিয়েছে বেজিং, সুযোগের সদ্ব্যবহার করে মার্কিন বোয়িং কিনছে টাটারা

এয়ার ইন্ডিয়া এবং আকাশ এয়ার বিভিন্ন চিনা কোম্পানির বরাত বাতিল করা ১০০টি বোয়িং ৭৩৭ ম্যাক্স জেট এবং ১১টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার কেনার তৎপরতা শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৮:১০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্কযুদ্ধের আবহে চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের সরকার সে দেশের সমস্ত বিমান সংস্থাকে মার্কিন বোয়িং বিমানের বরাত বাতিল করার নির্দেশ দিয়েছে। আর তাতেই অভাবিত সুযোগ এসে গিয়েছে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং আকাশ এয়ারের সামনে।

Advertisement

টাটা গোষ্ঠী পরিচালিত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া বিভিন্ন চিনা কোম্পানির বাতিল করা বরাতের ১০০টি বোয়িং ৭৩৭ ম্যাক্স জেট কেনার তৎপরতা শুরু করেছে। পাশাপাশি, ১১টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানও কিনতে চলেছে দুই ভারতীয় বিমান সংস্থা। সাধারণ ভাবে ভারতীয় সংস্থাগুলিকে বরাত দেওয়ার পরে বোয়িংয়ের বিমান পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয়। কিন্তু এ ক্ষেত্রে তা হবে না।

প্রসঙ্গত, শুল্কযুদ্ধের আবহে বরাত বাতিলের পাশাপাশি বোয়িংকে নতুন বিমান সরবরাহের বরাত না দেওয়ার জন্য ইতিমধ্যেই প্রেসিডেন্ট জিনপিঙের সরকার নির্দেশ দিয়েছে চিনা বিমান পরিবহণ সংস্থাগুলিকে। বেজিঙের নতুন সিদ্ধান্তে কার্যত চিন থেকে ব্যাবসা গোটাতে হবে মার্কিন বিমান নির্মাতা সংস্থাটিকে। জিনপিং সরকারের এই পদক্ষেপে প্রতিদ্বন্দ্বী এয়ারবাস এবং ‘কমার্শিয়াল এয়ারক্রাফ্ট কর্পোরেশন অফ চায়না’ (কোম্যাক) লাভবান হবে বলে মনে করছেন অনেকেই।

Advertisement

প্রকাশিত একটি খবরে দাবি, চিনের শীর্ষস্থানীয় তিনটি বিমান সংস্থা— এয়ার চায়না, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এবং চায়না সাদার্ন এয়ারলাইন্স ২০২৫-২৭ সালের মধ্যে যথাক্রমে ৪৫, ৫৩ এবং ৮১টি বোয়িং বিমানের কেনা চূড়ান্ত করেছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে পাশাপাশি, বোয়িং নির্মিত বিমানের যন্ত্রাংশ ও অন্যান্য সরঞ্জাম কেনার ক্ষেত্রেও চিন নানা বিধিনিষেধ আরোপ করেছে জিনপিং সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement