Hindi Imposition Row

ভাষাযুদ্ধ: হিন্দি চাপানো নিয়ে স্ট্যালিনের অভিযোগ খণ্ডাতে তামিল-তির ছুড়লেন শাহ

এমকে স্ট্যালিনের সঙ্গে ভাষাযুদ্ধে তামিল ভাষাকেই অস্ত্র করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আঞ্চলিক ভাষাগুলিকেও গুরুত্ব দিতে চায় বলে জানিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১৬:১১
Share:

(বাঁ দিকে) এমকে স্ট্যালিন এবং অমিত শাহ (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এমকে স্ট্যালিনের সঙ্গে ভাষাযুদ্ধে তামিল ভাষাকেই অস্ত্র করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তামিলনাড়ুতে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিংয়ের পাঠক্রম তামিল ভাষায় পড়ানোর আর্জি জানালেন স্ট্যালিনের কাছে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আঞ্চলিক ভাষাগুলিকেও গুরুত্ব দিতে চায় বলে জানিয়েছেন শাহ।

Advertisement

শুক্রবার তামিলনাড়ুর রানিপেটে সিআইএসএফ-এর একটি অনুষ্ঠানে হাজির ছিলেন শাহ। সেখানেই তিনি বলেন, “তামিলনাড়ুতে মেডিক্যাল এবং ইঞ্জিনিয়ারিংয়ের পাঠক্রম দ্রুত তামিল ভাষায় চালু করার জন্য আমি মুখ্যমন্ত্রীকে আর্জি জানাতে চাই।” অনেকেই এই শাহি-মন্তব্যকে স্ট্যালিনের উপর চাপ বৃদ্ধির কৌশল বলে মনে করছেন।

শাহ অবশ্য এখানেই থামেননি। তিনি জানান, আগে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ)-র পরীক্ষা মাতৃভাষায় দেওয়া যেত না। কিন্তু প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে এ বার এই পরীক্ষা বাংলা, তামিল-সহ অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত সব ভাষায় দেওয়া যাবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisement

প্রসঙ্গত, ২০২০ সালের জাতীয় শিক্ষানীতির অন্তর্গত তিন ভাষা নীতিতে বলা হয়েছে, ছাত্রছাত্রীরা তিনটি ভাষা বাধ্যতামূলক ভাবে শিখবে— ইংরেজি, হিন্দি এবং স্থানীয় ভাষা। তামিলনাড়ু-সহ দক্ষিণ ভারতের অধিকাংশ রাজ্যেই দু’টি ভাষা শিক্ষা বাধ্যতামূলক— ইংরেজি এবং স্থানীয় ভাষা। তিন ভাষা নীতি প্রয়োগের মাধ্যমে হিন্দি শিক্ষা চাপিয়ে দেওয়া হচ্ছে বলে তামিলনাড়ু, তেলঙ্গানার মতো দাক্ষিণাত্যের রাজ্যগুলি থেকে অভিযোগ উঠেছে ইতিমধ্যেই। যদিও সম্প্রতি শাহ তামিলনাড়ু সফরে গিয়ে বলেন, ‘‘মোদী সরকার কোনও রাজ্যের উপর জোর করে হিন্দি চাপিয়ে দেবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement