অসমের মতো অন্য রাজ্যেও এ বার এনআরসি

বিলটির বিতর্কে প্রথম এনআরসি প্রসঙ্গ তোলেন তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন। তিনি বলেন, ‘‘বিলটি পাশ হলে জম্মুর ৩ লক্ষ হিন্দু বাসিন্দা উপকৃত হবেন। তৃণমূল সেই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ জুলাই ২০১৯ ০১:২২
Share:

অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে অসমের মতো অন্য রাজ্যেও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তৈরি করা হবে বলে আজ রাজ্যসভায় জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু-কাশ্মীর সংশোধনী বিলের জবাবি বক্তব্যে তিনি এ কথা বলেন।

Advertisement

বিলটির বিতর্কে প্রথম এনআরসি প্রসঙ্গ তোলেন তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন। তিনি বলেন, ‘‘বিলটি পাশ হলে জম্মুর ৩ লক্ষ হিন্দু বাসিন্দা উপকৃত হবেন। তৃণমূল সেই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। কিন্তু অসমে এনআরসি-র ফলে যে ১৭ লক্ষ বাঙালি হিন্দু নাগরিককে অনুপ্রবেশকারী বানিয়ে দেওয়া হল, তাদের কথা কেন ভাবছে না সরকার?’’ জবাবি বক্তব্যে এ নিযে মুখ খোলেন অমিত শাহ। তিনি বলেন, ‘‘নাগরিকত্ব আইন পাশ করিয়ে অসমে সমস্ত হিন্দু অনুপ্রবেশকারীকে শরণার্থীর তকমা দিয়ে নাগরিকের অধিকার দেওয়া হবে। তার পর নতুন করে অন্যত্র এনআরসি করতে নামবে সরকার।’’

পশ্চিমবঙ্গে এনআরসি করার পক্ষে সওয়াল করে আসছেন বিজেপি নেতৃত্ব। আজ দুপুরে জিরো আওয়ারে বলতে উঠে ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে বলেন, ‘‘তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাড়বাড়ন্ত হয়েছে। ফলে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বহু জেলায় জনবিন্যাস পাল্টে গিয়েছে।’’ পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে এনআরসি-র দাবি করেন দুবে। কোনও রাজ্যের নাম না করে অমিত বলেন, ‘‘সরকার অনুপ্রবেশকারী চিহ্নিত করে নিজেদের দেশে পাঠাতে বদ্ধপরিকর। অসম ছাড়াও অন্য রাজ্যে এনআরসির প্রশ্নে বিজেপি দায়বদ্ধ।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন