National News

সার্ভিস খারাপ, ভোডাফোনের ওপর ক্ষোভ উগরে দিলেন অমিতাভ

ভোডাফোনের উপর মারাত্মক চটলেন অমিতাভ বচ্চন। আর সেই ক্ষোভ উগড়ে দিলেন টুইটারে। কিন্তু কেন? হঠাৎ কেন বিগ বি-র তোপের মুখে পড়তে হল দেশের অন্যতম প্রচলিত এই মোবাইল নেটওয়ার্ক সংস্থাকে?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৭ ২১:০০
Share:

ভোডাফোনের উপর মারাত্মক চটলেন অমিতাভ বচ্চন। আর সেই ক্ষোভ উগড়ে দিলেন টুইটারে। কিন্তু কেন? হঠাৎ কেন বিগ বি-র তোপের মুখে পড়তে হল দেশের অন্যতম প্রচলিত এই মোবাইল নেটওয়ার্ক সংস্থাকে?

Advertisement

আসলে বেশ কিছু দিন ধরেই ভোডাফোনের কানেকশন নিয়ে জেরবার অমিতাভ। তাঁর ভোডাফোনের নম্বরটি থেকে কোথাও মেসেজ পাঠাতে পারছেন না তিনি। মেসেজ আসলেও তার উত্তর দিতে গেলে ব্যর্থ হতে হচ্ছে। এই সমস্যার কথা জানিয়েই বুধবার একটি টুইট করেন বলিউডের অ্যাঙ্গরি ইয়ং ম্যান। টুইটে ভোডাফোনের কাছ থেকে এই সমস্যার দ্রুত প্রতিকারও চেয়েছিলেন অমিতাভ।

আরও পড়ুন: নোট বাতিলে বৃদ্ধির হার নেমে আসতে পারে ৬.৫ শতাংশে, কবুল কেন্দ্রের

Advertisement

বলিউডের শাহেনশার কাছ থেকে এমন খোলা পোস্ট পেয়ে তড়িঘড়ি মাঠে নামে ভোডাফোন। কিছুক্ষণের মধ্যেই সমস্যার সমাধানও করে দেয় তারা। এরপরে সেই সংস্থাকে ধন্যবাদ জানিয়ে আরও একটি টুইট করেন অমিতাভ।

এরপরেই আসরে নামে রিলায়েন্স জিও। জিও-র তরফে আনলিমিটেড ফ্রি সিম অফার করা হয় অমিতাভকে। শুধু তাই নয়, সিম অ্যাক্টিভেট করে তা বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলেও জানানো হয়। কিন্তু অমিতাভ জানান, আগে থেকেই তাঁর একটি জিও সিম আছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement