খুনের হুমকি পেলেন নেটপ্রভাবী দীপিকা লুথরা। ছবি: ইনস্টাগ্রাম।
পঞ্জাবের নেটপ্রভাবী কাঞ্চন কুমারী ওরফে কমল কৌর হত্যাকাণ্ড নিয়ে সরব হতেই খুনের হুমকি পেলেন ওই রাজ্যেরই আরও এক নেটপ্রভাবী দীপিকা লুথরা। সমাজমাধ্যমে এই হত্যাকাণ্ড নিয়ে পোস্ট করেছিলেন দীপিকা। অভিযোগ, তার পর থেকেই তাঁকে লাগাতার খুনের হুমকি দেওয়া হচ্ছিল। তড়িঘড়ি সেই পোস্টটি মুছে দিতে বাধ্য হন দীপিকা। সমাজমাধ্যম অ্যাকাউন্টটিও নিষ্ক্রিয় করে দিয়েছেন তিনি।
অমৃতসরের নেটপ্রভাবী দীপিকা। তাঁর অভিযোগ, কমল কৌর হত্যাকাণ্ড নিয়ে সমাজমাধ্যমে দু’-এক কথা লিখেছিলেন। সমাজমাধ্যমে সেই লেখা পোস্ট হতেই তাঁকে হুমকির মুখে পড়তে হয়েছে। হুমকি পাওয়ার পরই তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তার পরই তাঁর বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পুলিশের একটি সূত্রের দাবি, কমল কৌর হত্যাকাণ্ডে অভিযুক্ত অমৃতপাল সিংহ মেহরোর কাছ থেকে এই হুমকি ফোন এসেছিল বলে মনে করা হচ্ছে।
তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, নেটপ্রভাবীকে হুমকি দেওয়ার অভিযোগে ধৃত ব্যক্তির সঙ্গে অমৃতপালের কোনও সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গত ৯ জুন পঞ্জাবের বঠিন্ডায় এক বিশ্ববিদ্যালয়ের চত্বরে দাঁড় করানো গাড়ি থেকে কমল কৌরের দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ ওঠে অমৃতপালের বিরুদ্ধে। বঠিন্ডার পুলিশ সুপার অবনীত কোন্ডল জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরশাহিতে পালিয়ে গিয়েছেন অমৃতপাল। অমৃতসরের নেটপ্রভাবীকে খুনের হুমকি দেওয়ার সঙ্গে অমৃতপালের হাত রয়েছে বলেই মনে করছে পুলিশ।
কমল কৌরের ইনস্টাগ্রাম অনুগামীর সংখ্যা প্রায় চার লক্ষ। ইউটিউবে অনুগামীর সংখ্যা প্রায় আড়াই লক্ষ। তিনি ‘ফানি ভাবী টিভি’ নামে একটি ইউটিউব চ্যানেল চালাতেন। এ ছাড়াও ইনস্টাগ্রামে ‘ইনস্টা কুইন’ নামে একটি অ্যাকাউন্টও রয়েছে তাঁর।