—প্রতিনিধিত্বমূলক ছবি।
আবার বড় বিপদের হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এ বার ঘটনাস্থল নাগপুর।
শনিবার দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ওড়ার কিছু ক্ষণের মধ্যেই দুর্ঘটনার মুখোমুখি হয়। জানা যাচ্ছে, একটি পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানের। তড়িঘড়ি বিমানটিকে আবার নাগপুর বিমানবন্দরেই অবতরণ করানো হয়। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই।
এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, এআই ৪৬৬ উড়ানটির যাত্রা বিঘ্নিত হয়েছে পাখির জন্য। ২৪ অক্টোবর নাগপুর বিমানবন্দর থেকে ওড়ার খানিক ক্ষণের মধ্যে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় সেটিকে। বিপদ এড়াতে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন পাইলট এবং ক্রু-রা।
বিমানের ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, তা জানা যায়নি। অবতরণের পর বিমানটি পরীক্ষা করছেন ইঞ্জিনিয়ারেরা। ওই উড়ানটি বাতিল ঘোষণা করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্রের কথায়, ‘‘যাত্রীদের সুরক্ষার স্বার্থে কোনও রকম ঝুঁকি নেওয়া হয়নি। বাধ্য হয়ে ওই বিমানটির যাত্রা বাতিল করা হল। যাত্রীরা অসুবিধার মধ্যে পড়েছেন। এ জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।’’