Indian Student Death in US

বাড়িতে আগুন, নিউ ইয়র্কে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ভারতীয় ছাত্রীর! কী ভাবে দেহ ফিরবে, চিন্তায় পরিবার

গত বৃহস্পতিবার আচমকাই কোনও কারণে ওই ভাড়া বাড়িতে আগুন লেগে যায়। বাসিন্দারা পালানোর চেষ্টা করেও পারেননি। গুরুতর জখম অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ভারতীয় ছাত্রীর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৪:৫১
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাড়িতে আগুন লাগার ঘটনায় নিউ ইয়র্কে গুরুতর আহত হন এক ভারতীয় যুবতী। দু’দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তাঁর। নিউ ইয়র্কের ভারতীয় হাই কমিশনের তরফে ওই ছাত্রীর মৃত্যুর খবর জানিয়ে শোকপ্রকাশ করা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, মৃত ভারতীয় ছাত্রী সাহাজা রেড্ডি উদুমালা নিউ ইয়র্কের আলবানিতে স্নাতকোত্তরে পড়াশোনা করছিলেন। থাকতেন স্থানীয় একটি ভাড়া বাড়িতে। শুধু তিনি একা নন, ওই বাড়িতে থাকতেন আরও কয়েক জন পড়ুয়া।

গত বৃহস্পতিবার আচমকাই কোনও কারণে ওই ভাড়া বাড়িতে আগুন লেগে যায়। বাসিন্দারা পালানোর চেষ্টা করেও পারেননি। খবর পেয়ে আলবানি ফায়ার ডিপার্টমেন্ট এসে আগুন নেবায়। তবে আটকা পড়া পড়ুয়ারা অনেকেই গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। তবে ২৪ বছর বয়সি সাহাজার অবস্থার ক্রমশ অবনতি ঘটতে থাকে। তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হলেও বাঁচানো যায়নি।

Advertisement

নিউ ইয়র্কের ভারতীয় দূতাবাস এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছে। কঠিন সময়ে মৃতার পরিবারের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। সম্ভাব্য সকল প্রকার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় দূতাবাস। অন্য দিকে, সাহাজার দেহ ভারতে ফিরিয়ে আনতে খরচ তোলার জন্য অর্থ সংগ্রহ শুরু করেছে পরিবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement