Son Killed his Mother

নেশার টাকা চাই! না পেয়ে মাকে খুন করলেন মাদকাসক্ত পুত্র, গ্রেফতার অভিযুক্ত

অভিযুক্ত পেশায় গাড়িচালক। তবে বর্তমানে কোনও কাজকর্ম ছিল না। তাঁর রোজগারপাতি না থাকায় বাড়িতে প্রায়ই অশান্তি হত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৫
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

মাদকাসক্ত পুত্রের হাতে খুন হলেন বৃদ্ধা মা। অভিযোগ, নেশা করার জন্য পুত্র টাকা চেয়েছিলেন মায়ের কাছে। কিন্তু তা দিতে অস্বীকার করায় বচসা। অশান্তির মাঝেই মাকে খুন করেন অভিযুক্ত!

Advertisement

ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লির দয়ালপুর এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার রাত ৯টায় দয়ালপুর থানায় ফোন করে খুনের কথা জানানো হয়েছিল। ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বন্ধ ঘর থেকে বৃদ্ধার দেহ উদ্ধার করে তারা। মাকে খুন করার অভিযোগে সোনু নামে ৪০ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত পেশায় গাড়িচালক। তবে বর্তমানে কোনও কাজকর্ম ছিল না। তাঁর রোজগারপাতি না থাকায় বা়ড়িতে প্রায়ই অশান্তি হত। অভিযোগ, সোনু মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা জোগাড়ের জন্য প্রায়ই মায়ের সঙ্গে অশান্তি করতেন তিনি। পুলিশের অনুমান, শুক্রবার রাতে টাকা নিয়ে মায়ের সঙ্গে অশান্তি হয় অভিযুক্তের। তখনই মাকে খুন করেন তিনি।

Advertisement

ময়নাতদন্তের জন্য বৃদ্ধার দেহ হাসপাতালে পাঠানো হয়েছে। কী ভাবে ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করেই খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই বিষয়টি পরিষ্কার হবে বলে জানান তদন্তকারী অফিসার। ধৃতকে জেরা করে খুনের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement