National news

মুম্বইয়ে রেল লাইনে ভেঙে পড়ল ব্রিজ, আহত ৬

ভেঙে পড়া ফ্রুটব্রিজের নীচে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৮ ০৯:৪৯
Share:

এ ভাবেই ভেঙে পড়েছে ফুটব্রিজ।

টানা বৃষ্টির জেরে মুম্বইয়ের একটি ফুটব্রিজ ভেঙে পড়ল। মঙ্গলবার সকালে আন্ধেরি স্টেশনের কাছে রেল লাইনের উপরের ওই ব্রিজটি ভেঙে পড়ে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, ছ’জন আহত হয়েছেন। ভেঙে পড়া ফুটব্রিজের নীচে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে।

Advertisement

সকালে ব্রিজ ভাঙার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলী বাহিনী এবং মুম্বই পুলিশ। ব্রিজের ভাঙা অংশ সরানোর কাজ চলছে।

পুলিশ জানিয়েছে, রেল লাইনের একেবারে উপরেই ব্রিজটি ভেঙে পড়ায় যতক্ষণ না তা সরানো হচ্ছে আন্ধেরি আপ এবং ডাউন দু’দিকেই রেল চলাচল বিঘ্নিত হবে। তবে দুর্ঘটনার সময় কোনও ট্রেন ছিল না লাইনে। তা নাহলে আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।

Advertisement

এক বছর আগে ২০১৭ সালে মুম্বইয়ের এলফিনস্টোন রোড ফুটব্রিজ ভেঙে পড়েছিল। তাতে মৃত্যু হয়েছিল ২৩ জনের।

গত কদিন ধরেই মুম্বইয়ে ভারী বৃষ্টি হচ্ছে। সোমবার রাত থেকে বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। আগামী দু’দিনও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জুহুতে অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়ির সামনেও জল জমে গিয়েছে। বৃষ্টির বিমান পরিষেবাও বিপর্যস্ত।

আরও পড়ুন: ‘মোক্ষের’ খোঁজেই কি ফাঁস গলায়!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন