Andhra Pradesh Incident

পুলিশকে প্রস্রাবের কথা বলে জলে ঝাঁপ! নিজেকে শেষ করে দিলেন অন্ধ্রপ্রদেশে নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত প্রবীণ ‘নেতা’

বছর তেরোর অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্থা এবং ধর্ষণের অভিযোগে গত মঙ্গলবার ওই নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছিল। বুধবার তাঁকে আদালতে নিয়ে যাওয়ার সময়ে ওই বৃদ্ধ তুনি শহরের অদূরে কোমাতি চেরুভু হ্রদে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলে খবর পুলিশ সূত্রে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৬:০৮
Share:

—প্রতীকী চিত্র।

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। গ্রেফতারও হয়েছিলেন। ছিলেন পুলিশি হেফাজতে। মেয়াদ শেষ হওয়ায় তাঁকে আদালতে নিয়ে যাচ্ছিল পুলিশ। সেই সময় প্রস্রাবের কথা বলে কিছু ক্ষণের জন্য পুলিশের বাঁধন থেকে ছাড়া পেয়েছিলেন বৃদ্ধ। সেই সুযোগেই আত্মহত্যা! জলে ঝাঁপ নিজেকে শেষ করে দিলেন অন্ধ্রপ্রদেশের একটি রাজনৈতিক দলের প্রবীণ ‘নেতা’।

Advertisement

বছর তেরোর অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্থা এবং ধর্ষণের অভিযোগে গত মঙ্গলবার ওই নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছিল। বুধবার তাঁকে আদালতে নিয়ে যাওয়ার সময়ে ওই বৃদ্ধ তুনি শহরের অদূরে কোমাতি চেরুভু হ্রদে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলে খবর পুলিশ সূত্রে।

নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ প্রকাশ্যে আসার পরেই বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতর শুরু অন্ধ্রে। বিরোধী দল ওয়াইএস কংগ্রেস অভিযুক্তকে শাসকদল টিডিপি-র নেতা বলে দাবি করেছে। যদিও টিডিপি নেতা তথা রাজ্যের মন্ত্রী নারা লোকেশ বলেন, ‘‘আমরা নির্যাতিতার পরিবারের পাশে আছি। দোষীর বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ করা হয়, আমরা সেই ব্যবস্থা করছি। প্রশাসনকে বলব পড়ুয়াদের নিরাপত্তায় জোর দিতে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement