Amit Shah

এজেন্সির ভরসা ছেড়ে মন দিন সংগঠনে: শাহ

অমিত শাহকে বাংলার বিজেপি নেতারা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা জানিয়েছেন। পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৩ ০৬:৪৫
Share:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাইল চিত্র।

টানা চার বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সময় চেয়েও সুযোগ পেলেন না বাংলার বিজেপি সাংসদরা। মঙ্গলে তাঁদের অবশ্য কথা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। সূত্রের দাবি, সেই বৈঠকে শাহ পশ্চিমবঙ্গে দলের সংগঠন জোরদার করার উপরেই নজর দিতে বলেছেন বঙ্গ বিজেপি সাংসদদের। সূত্রের খবর, এ দিন অমিত শাহের কাছে বঙ্গের বিজেপি নেতাদের মূলত প্রশ্ন ছিল, রাজ্যে ছোট মাথারা তো ধরা পড়ছেন, বড় মাথারা ধরা পড়বেন কবে? উত্তরে শাহ তাঁদের বলেন, কোন মাথা কখন ধরা পড়বে, সেই চিন্তা ছেড়ে বরং রাজ্যে সংগঠন মজবুত করার বিষয়ে জোর দিন বাংলার নেতারা।

অমিত শাহকে বাংলার বিজেপি নেতারা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা জানিয়েছেন। পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অভিযানের মধ্যেও মোদী-মমতা আঁতাঁত নিয়ে কংগ্রেস-সিপিএমের অভিযোগ বিজেপির রাজ্য নেতৃত্বকে চিন্তায় রেখেছে।

শাহের সঙ্গে বৈঠকের পরে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, রাজ্যে কেন্দ্রীয় সরকারি প্রকল্পে অনিয়ম নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এর পাশপাশি সিএএ, চা বাগান, পঞ্চায়েত নির্বাচন নিয়েও শাহের সঙ্গে তাঁদের কথা হয়েছে বলে জানিয়েছেন সুকান্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন