Maoist

ছত্তীসগঢ়-তেলঙ্গানা সীমান্তে পাহাড় ঘিরে ফেলে মাওবাদী-দমন অভিযান স্থগিত রাখল যৌথ বাহিনী

আপাতত ২০ দিনের জন্য সেই অভিযান বন্ধ রাখার কথা ঘোষণা করেছে প্রশাসন। যদিও কেন এই অভিযান স্থগিত রাখা হয়েছে, তা নিয়ে সরকারি ভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৬:৫০
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

হঠাৎ দেশের ইতিহাসের ‘বৃহত্তম’ মাওবাদী অভিযান বন্ধ করে দিল কেন্দ্র। ছত্তীসগঢ়-তেলঙ্গানা সীমান্তে কারেগুট্টা পাহাড়ে শীর্ষ মাওবাদী নেতাদের দমন অভিযান শুরু হয়েছিল। অভিযানকারী দলে ছিল ভারতীয় বায়ুসেনাও। আপাতত ২০ দিনের জন্য সেই অভিযান বন্ধ রাখার কথা ঘোষণা করেছে প্রশাসন। যদিও কেন এই অভিযান স্থগিত রাখা হয়েছে, তা নিয়ে সরকারি ভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠক করার কথা সেন্ট্রাল রিজার্ভ ফোর্স এবং রাজ্য পুলিশের।

Advertisement

বিশেষ সূত্রে খবর মিলেছিল, কারেগুট্টা পাহাড়ে আত্মগোপন করে রয়েছেন শীর্ষ মাওবাদী নেতারা। তাঁদের ঢাল হয়ে রয়েছেন মাওবাদীদের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র শাখা ‘পিপল’স লিবারেশন গেরিলা আর্মি’ (পিএলজিএ)। গত ২১ এপ্রিল সিআরপিএফ এবং রাজ্য পুলিশ অভিযান শুরু করে। দলে ছিলেন প্রায় ২৮ হাজার জওয়ান। সূত্রের খবর, তাদের উদ্দেশ্য ছিল পিএলজিএ দমন করা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, ২০২৬ সালের মধ্যে দেশকে মাওবাদী-মুক্ত করা হবে। সেই সঙ্কল্পের অধীনেই কারেগুট্টা পাহাড় ঘিরে ফেলে অভিযানে নেমেছিল বাহিনী। আপাতত তা স্থগিত করা হল।

এই অভিযানে তিন জন জওয়ানের মৃত্যু হয়েছে। আরও ছয়-সাত জন আহত হয়েছেন। অন্য দিকে, প্রায় ২০ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসনের একটি সূত্র। সেই সঙ্গে প্রায় ৪০টি অস্ত্র, ২ টন বিস্ফোরক, ৪০০ আইইডিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে ওই সূত্র। সরকারি সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে ছত্তীসগড়েই ১৪৬ জন মাওবাদী নিহত হয়েছেন। তার মধ্যে শুধু বস্তারেই ১২৯ জন মাওবাদী নিহত হয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement