Election Commission of India

নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন অনুপচন্দ্র পাণ্ডে

পরের বছরেই বেশ কয়েকটি হেভিওয়েট নির্বাচন রয়েছে। তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, পঞ্জাবের বিধানসভা নির্বাচন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ০১:০০
Share:

অনুপচন্দ্র পাণ্ডে

নির্বাচন কমিশনার পদে অনুপচন্দ্র পাণ্ডেকে নিয়োগ করল কেন্দ্রীয় সরকার। প্রাক্তন এই আইএএস অফিসার উত্তরপ্রদেশের মুখ্যসচিব হিসাবে কাজ করেছিলেন। ২০১৯ সালের অগস্ট মাসে তিনি অবসর গ্রহণ করেন। কেন্দ্রীয় আইনমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি অনুপচন্দ্র পাণ্ডেকে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করা হচ্ছে। তিনি ১৯৮৪ সালের ব্যাচের আইএএস অফিসার’। টুইটারে প্রাক্তন নির্বাচনি কমিশনার এসওয়াই কুরেশি শুভেচ্ছা জানিয়েছেন অনুপকে।

Advertisement

এই নিয়োগের ফলে কমিশনের শূন্যপদ পূর্ণ হল। তিনজন আধিকারিকই এখন কমিশন সামলাবেন। মুখ্য নির্বাচনী কমিশনার সুশীল চন্দ্র ও নির্বাচন কমিশনার হিসাবে হিসাবে নিযুক্ত রাজীব কুমার কাজ করছেন। গত এপ্রিলে সুনীল অরোরা ছেড়ে যাওয়া পদেই নিযুক্ত হলেন অনুপ।

পরের বছরেই দেশে বেশ কয়েকটি হেভিওয়েট নির্বাচন রয়েছে। তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, পঞ্জাবও। সেই উত্তরপ্রদেশের মানুষ অনুপকেই নির্বাচন কমিশনার পদে নিযুক্ত করা হল।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন