Arnab Goswami

অধিকার ভঙ্গের মামলায় স্বস্তি পেলেন অর্ণব

মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে অর্ণবকে অধিকার ভঙ্গের নোটিস দিয়েছে মহারাষ্ট্র বিধানসভা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি ও মুম্বই শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২০ ০৪:৩১
Share:

অর্ণব গোস্বামী। ফাইল চিত্র।

মহারাষ্ট্র বিধানসভায় অধিকার ভঙ্গের মামলায় গ্রেফতারি থেকে রক্ষাকবচ পেলেন রিপাবলিক টিভি-র প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী। তবে ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় নাইক ও তাঁর মায়ের আত্মহত্যায় প্ররোচনার মামলায় এ দিনও জামিন পাননি তিনি।

Advertisement

মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে অর্ণবকে অধিকার ভঙ্গের নোটিস দিয়েছে মহারাষ্ট্র বিধানসভা। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন অর্ণব। পরে অর্ণবকে লেখা চিঠিতে বিধানসভার সচিব জানান, ওই নোটিসের বিরুদ্ধে আদালতে আবেদন করে তিনি বিধানসভার প্রক্রিয়ার গোপনীয়তা ভঙ্গ করেছেন। এই চিঠি আজ সুপ্রিম কোর্টে পেশ করেন অর্ণবের আইনজীবী হরিশ সালভে। তার পরেই বিধানসভার সচিবকে আদালত অবমাননার নোটিস দেওয়ার নির্দেশ দেয় প্রধান বিচারপতি এস এ বোবডের বেঞ্চ। বেঞ্চের মতে, ‘‘এই চিঠিতে স্পষ্টই আবেদনকারীকে আদালতে যাওয়া নিয়ে ভয় দেখানো হয়েছে। এটা নজিরবিহীন। বিধানসভার বোঝা উচিত সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদের অনুযায়ী সুপ্রিম কোর্টে মামলা করার অধিকার মৌলিক অধিকারের মধ্যেই পড়ে।’’ মামলায় অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের সাহায্য চেয়েছে বেঞ্চ। আর এক প্রবীণ আইনজীবী অরবিন্দ দাতারকেও আদালতবান্ধব হিসেবে নিয়োগ করা হয়েছে। দু’সপ্তাহ পরে এই মামলার শুনানি হবে। তত ক্ষণ এই মামলায় অর্ণবকে গ্রেফতার করা যাবে না বলে জানান বিচারপতিরা। বিধানসভার সচিবকে শুনানিতে হাজির থাকতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

অন্য দিকে ইন্টিরিয়র ডিজ়াইনার অন্বয় নাইক ও তাঁর মায়ের আত্মহত্যায় প্ররোচনার মামলায় এ দিনও বম্বে হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পাননি অর্ণব। বেঞ্চ জানিয়েছে, কালও এই মামলার শুনানি হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন