খড়্গেকে তোপ জেটলির

শুক্লকে নিয়ে নিজের আপত্তির কারণ মোদীকে লেখা চিঠিতেই জানিয়েছেন খড়্গে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০২:১৮
Share:

মল্লিকার্জুন খড়্গে।—ছবি পিটিআই।

সিবিআইয়ের পরবর্তী অধিকর্তা হিসেবে ঋষি কুমার শুক্লকে নিয়োগ করা নিয়ে আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন লোকসভায় কংগ্রেসের নেতা তথা অধিকর্তা নিয়োগকারী কমিটির সদস্য মল্লিকার্জুন খড়্গে। আর খড়্গের এই আপত্তি নিয়েই সরব কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি। আমেরিকায় চিকিৎসাধীন জেটলি তাঁর ব্লগে লিখেছেন, ‘‘খড়্গে আবার বিক্ষুব্ধ!’’ তাঁর মতে, ‘খড়্গে সব ব্যাপারেই অসন্তোষ জানান’।

Advertisement

শুক্লকে নিয়ে নিজের আপত্তির কারণ মোদীকে লেখা চিঠিতেই জানিয়েছেন খড়্গে। যে পাঁচ জনের নাম নিয়ে শনিবার অধিকর্তা কমিটির বৈঠক হয়, তাঁদের মধ্যে একমাত্র শুক্লের দুর্নীতি দমনের তদন্তে অভিজ্ঞতা শূন্য। তবু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই তাঁকে সিবিআই অধিকর্তা নিয়োগ করেছে কেন্দ্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন