ওবিসি থেকে কোক, কটাক্ষ জেটলির

কংগ্রেস অনগ্রসর শ্রেণির জাতীয় কমিশনকে বিরোধিতা করেছে। দেখে মনে হচ্ছে, কংগ্রেসের কোনও মতাদর্শ নেই। মোদী-বিরোধিতাই একমাত্র মতাদর্শ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ জুন ২০১৮ ০৩:৪৭
Share:

অরুণ জেটলি। —ফাইল চিত্র।

নরেন্দ্র মোদী নিজে ওবিসি। অথচ বিজেপির সেই ওবিসি ভোটব্যাঙ্কেই হাত দিতে দলীয় সম্মেলন ডেকেছিলেন রাহুল গাঁধী। চাপে পড়ে আজ গৃহবন্দি অরুণ জেটলিকে দিয়ে মুখ খোলাল বিজেপি।

Advertisement

জেটলির প্রশ্ন, বরাবর ওবিসি-বিরোধী কংগ্রেসের হঠাৎ কেন ওবিসি-প্রেম? ওবিসি-রা নব্বইয়ের দশকের শুরুতেই কংগ্রেসকে ছেড়ে গিয়েছিলেন। রাজীব গাঁধী মণ্ডল কমিশনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। এখন কংগ্রেস অনগ্রসর শ্রেণির জাতীয় কমিশনকে বিরোধিতা করেছে। দেখে মনে হচ্ছে, কংগ্রেসের কোনও মতাদর্শ নেই। মোদী-বিরোধিতাই একমাত্র মতাদর্শ।

জেটলিকে সবথেকে খারাপ অর্থমন্ত্রী আখ্যা দিয়ে কংগ্রেসের পাল্টা অভিযোগ, বিজেপিই মণ্ডল কমিশনের রিপোর্টের বিরোধিতা করেছিল। কংগ্রেসই সেই কমিশন রূপায়ণ করে ওবিসিদের জন্য ২৭ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করে। কংগ্রেসের কটাক্ষ, মন্ত্রক ছাড়া মন্ত্রী জেটলি এখন নবীনদের কাছে চাটুকারিতায় হেরে গিয়ে বাদশাকে খুশি করতে চাইছেন। জেটলি আজ রাহুল গাঁধীর কোকাকোলা নিয়ে মন্তব্য নিয়েও কটাক্ষ করেছেন।

Advertisement

রাহুল বলেছিলেন, কোকাকোলার প্রস্তুতকারক আগে শিকঞ্জিওয়ালা ছিলেন। জেটলির কটাক্ষ, উত্তরাধিকার সূত্রে জ্ঞান অর্জন হয় না। রাহুল এক দিন ‘দ্য রিডিসকভারি অব কোকাকোলা’ লিখবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন