Assam

ফিরে এসেও প্রোটোকলে বন্দি মিরাম

রেহাই নেই স্বদেশে ফিরেও! সেনার হাজারো বিধিনিষেধে বেঁধে রাখা হয়েছে ১৯ বছরের তরুণকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২২ ০৭:১৮
Share:

বাবা-মায়ের সঙ্গে মিরাম।

লম্বা ঘুম দিয়ে উঠে যেমন ঘোরের মতো লাগে, এখনও তেমন ঘোরের মধ্যে রয়েছেন মিরাম তারোন। তন্দ্রার মধ্যেই কানের পাশে গর্জে ওঠা রাইফেলের নলের শব্দ পেয়ে কেঁপে উঠছেন! কখনও মনে হচ্ছে, শরীর জুড়ে বইছে বিদ্যুৎ তরঙ্গ। চিনা সেনার হাতে বন্দি ছিলেন ৯ দিন। বন্দিত্বের প্রথম দিন থেকেই টানা চোখ বাঁধা। বাঁধা ছিল হাতও। পিঠে পড়েছে লাথি। গায়ে দেওয়া হয়েছে বিদ্যুতের শক্। গুলি করে মারার হুমকি দিয়ে শরীরের আশপাশ দিয়ে চালানো হয়েছে স্বয়ংক্রিয় রাইফেল।

Advertisement

রেহাই নেই স্বদেশে ফিরেও! সেনার হাজারো বিধিনিষেধে বেঁধে রাখা হয়েছে ১৯ বছরের তরুণকে। অপহরণের ১৩ দিন পরে নিজের বাড়িতে ফিরেও তাই কার্যত বাকরুদ্ধ মিরাম তারোন। কথা ফুটল না সংবর্ধনা সভাতেও। শুধু ভিজল চোখ।

লম্বা ঘুম দিয়ে উঠে যেমন ঘোরের মতো লাগে, এখনও তেমন ঘোরের মধ্যে রয়েছেন মিরাম তারোন। তন্দ্রার মধ্যেই কানের পাশে গর্জে ওঠা রাইফেলের নলের শব্দ পেয়ে কেঁপে উঠছেন! কখনও মনে হচ্ছে, শরীর জুড়ে বইছে বিদ্যুৎ তরঙ্গ। চিনা সেনার হাতে বন্দি ছিলেন ৯ দিন। বন্দিত্বের প্রথম দিন থেকেই টানা চোখ বাঁধা। বাঁধা ছিল হাতও। পিঠে পড়েছে লাথি। গায়ে দেওয়া হয়েছে বিদ্যুতের শক্। গুলি করে মারার হুমকি দিয়ে শরীরের আশপাশ দিয়ে চালানো হয়েছে স্বয়ংক্রিয় রাইফেল।

Advertisement

রেহাই নেই স্বদেশে ফিরেও! সেনার হাজারো বিধিনিষেধে বেঁধে রাখা হয়েছে ১৯ বছরের তরুণকে। অপহরণের ১৩ দিন পরে নিজের বাড়িতে ফিরেও তাই কার্যত বাকরুদ্ধ মিরাম তারোন। কথা ফুটল না সংবর্ধনা সভাতেও। শুধু ভিজল চোখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন