Arvind Kejriwal

ভোটের আগে জল-বিদ্যুতের ‘গ্যারান্টি কার্ড’ কেজরীবালের

বাড়ি বাড়ি ২৪ ঘণ্টা পানীয় জল পৌঁছে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ১৫:০৫
Share:

নির্বাচনের আগে একগুচ্ছ প্রতিশ্রুতি কেজরীবালের। —ফাইল চিত্র।

নির্বাচনের দু’সপ্তাহ আগে দিল্লিবাসীকে ‘গ্যারান্টি কার্ড’ উপহার দিলেন অরবিন্দ কেজরীবাল। নির্বাচনী ইস্তাহারের বদলে রবিবার আম আদমি পার্টির (আপ) তরফে এই ‘গ্যারান্টি কার্ড’ প্রকাশ করেন তিনি। তাতে বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের পাশাপাশি, বাড়ি বাড়ি ২৪ ঘণ্টা পানীয় জল পৌঁছে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

Advertisement

এ দিন দিল্লিতে সাংবাদিক বৈঠক করে কেজরীবাল বলেন, ‘‘এটা নির্বাচনী ইস্তাহার নয়, বরং তার চেয়েও দু’কদম আগে ভেবেছি আমরা। দিল্লিবাসী বেশ কিছু সমস্যার মুখোমুখি হচ্ছেন। তার জন্য ইস্তাহার আসছে। তাতে আরও বিশদ তথ্য থাকবে।’’

তবে এ দিন দিল্লিবাসীকে যে ‘গ্যারান্টি কার্ড’ উপহার দিয়েছেন কেজরীবাল, তাতে বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যেমন—

Advertisement

• রাজ্য সরকারের কোনও প্রকল্প বন্ধ হবে না।

• ২৪ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা পাবেন সাধারণ মানুষ। ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম দিতে হবে না তাঁদের।

• বিনামূল্যে ২৪ ঘণ্টা পানীয় জল পাওয়া যাবে। প্রতি মাসে ২০ হাজার লিটার জল বিনামূল্যে মিলবে।

আরও পড়ুন: সিএএ: শীতের রাতে বিক্ষোভকারীদের কম্বল কেড়ে নিল যোগীর পুলিশ​

• রাজ্যের সমস্ত শিশুর জন্য আন্তর্জাতিক মানের শিক্ষার ব্যবস্থা করবে সরকার।

• আধুনিক হাসপাতাল এবং মহল্লা ক্লিনিকে চিকিৎসাজনিত যাবতীয় সুযোগ-সুবিধা পাবে প্রতিটি পরিবার।

• আগামী পাঁচ বছরে দিল্লির রাস্তায় আরও ১১ হাজার বাস নামানো হবে।

• আরও ৫০০ কিলোমিটার মেট্রোর লাইন পাতা হবে। মহিলাদের পাশাপাশি পড়ুয়ারাও বিনামূল্যে মেট্রোয় যাতায়াত করতে পারবে।

আরও পড়ুন: ১০, ৯, ৮... বুম! সোলেমানি হত্যার বর্ণনা দিলেন ট্রাম্প​

• বায়ু দূষণের প্রকোপ কমাতে চেষ্টায় ত্রুটি রাখবে না সরকার। রাজ্যে দু’হাজার গাছ লাগানো হবে। দূষণমুক্ত করা হবে যমুনা নদীকে। দিল্লিকে আবর্জনামুক্ত করতে হবে।

• প্রত্যেক এলাকায় সিসিটিভ বসানো হবে। বাসের পাশাপাশি এলাকা ভিত্তিক মার্শাল নিয়োগের ব্যবস্থা করবে সরকার।

• ঝুপড়ি এবং বস্তিতে যাঁরা থাকেন, তাঁদের জন্য পাকাবাড়ির ব্যবস্থা করবে সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন