Bihar Assembly Election 2025

বিহারের বিধানসভা ভোটে আপ নেই ‘ইন্ডিয়া’য়! কেজরী বললেন, ‘কংগ্রেসের সঙ্গে জোট করব না’

আপ প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল জানিয়েছেন, কোনও অবস্থাতেই তাঁরা কংগ্রেস বা তার সহযোগী দলগুলির সঙ্গে সমঝোতার পথে যাবেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ২৩:০৯
Share:

অরবিন্দ কেজরীওয়ালের। —ফাইল চিত্র।

বিহারের আসন্ন বিধানসভা ভোটে পৃথক ভাবে লড়বে আম আদমি পার্টি (আপ)। দলের প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল জানিয়েছেন, কোনও অবস্থাতেই কংগ্রেস বা তার সহযোগী দলগুলির সঙ্গে সমঝোতার পথে যাবে না আপ।

Advertisement

গত বছর লোকসভা ভোটের পরেই কংগ্রেসহীন ‘ইন্ডিয়া’র দাবি তুলেছিলেন কেজরী। ফেব্রুয়ারিতে দিল্লির বিধানসভা ভোটে নিজে হেরে দলকে হারিয়ে প্রশ্ন তুলেছিলেন জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোটের প্রাসঙ্গিকতা নিয়ে। বৃহস্পতিবার কেজরী বলেছেন, ‘‘শুধুমাত্র লোকসভা ভোটের জন্যই ‘ইন্ডিয়া’ গঠিত হয়েছিল।’’ কংগ্রেসের সঙ্গে বিজেপির তলে তলে বোঝাপড়া রয়েছে বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য গুজরাতে গিয়ে অভিযোগ তোলেন তিনি।

নভেম্বরের গোড়ায় বিহারে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগেই আসন রফা নিয়ে আরজেডি, কংগ্রেস, তিন বাম দল— সিপিআইএমএল লিবারেশন, সিপিআই, সিপিএম এবং বিহারের প্রাক্তন মন্ত্রী মুকেশ সহানির দল ‘বিকাশশীল ইনসান পার্টি’ (ভিআইপি)-র মধ্যে আলোচনা শুরু হয়েছে। লালুপ্রসাদের পুত্র তেজস্বী যাদবের নেতৃত্বাধীন ‘মহাগঠবন্ধন’-এ শামিল হওয়ার জন্য প্রকাশ্যে বার্তা দিয়েছে হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির দল মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম)। যদিও গত মাসেই কেজরী জানিয়ে দেন বিহারে কংগ্রেসকে বাদ দিয়ে তাঁরা একটি ‘তৃতীয় ফ্রন্ট’ গড়ার চেষ্টা করবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement