National news

‘ইভিএম নয়, ভুলটা আমাদেরই’, স্বীকারোক্তি পরাজিত কেজরীবালের

বিজেপি হাওয়ায় দিল্লি পুরভোটে খড়কুটোর মতো উড়ে গিয়ে প্রথমেই ইভিএমের দিকে আঙুল তুলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ১২:৩২
Share:

ফাইল চিত্র।

বিজেপি হাওয়ায় দিল্লি পুরভোটে খড়কুটোর মতো উড়ে গিয়ে প্রথমেই ইভিএমের দিকে আঙুল তুলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। কেজরী অভিযোগ তুললেও আপের বেশ কয়েক জন নেতা কিন্তু তখনই উল্টো সুর গেয়েছিলেন। বিজেপির সংগঠন এবং দল হিসাবে পূর্ব প্রতিশ্রুতি না রাখতে পারাকেই দায়ী করেছিলেন তাঁরা। অবশেষে সেই পথে হাঁটলেন আপ সুপ্রিমোও। দিল্লি পুরভোটে বিজেপির কাজে বিপুল পরাজয়ের পর তাঁর উপলব্ধি, ইভিএম নয়, গলদটা আসলে তাঁদেরই। নিজেদের ভুল মেনে নিয়ে শনিবার সকালে টুইটারে একটা স্বীকারোক্তি পোস্ট করেছেন তিনি।

Advertisement

টুইটারে কেজরী লিখেছেন, ‘‘গত দু’দিনে আমি অনেক দলীয় সদস্য এবং ভোটারদের সঙ্গে কথা বলেছি। হ্যাঁ, ভুলটা আমাদেরই। ভুল খুঁজে বের করে দ্রুত সংশোধন করা উচিত।’’ সঙ্গে দলের কর্মীদের প্রতি তাঁর বার্তা, “কোনও অজুহাত না দিয়ে এখন শুধু কাজটাই মন দিয়ে করা উচিত আমাদের।”

বুধবার দিল্লি পুরভোটের ফলপ্রকাশ হয়। তাতে ২৭২টি আসনের মধ্যে মাত্র ৪৪টি আসন পায় আপ। ১৮৩টি আসনে জিতে তিন পুরসভাতেই বোর্ড গঠন করে বিজেপি। রবিবার থেকেই পরাজয় অনুমান করে ইভিএম-এ কারসাজি করা হয়েছে বলে অভিযোগ করতে শুরু করেন কেজরীবাল। বুধবার ফলপ্রকাশের পর সেই অভিযোগের সুর আরও চড়িয়েছিলেন তিনি।

Advertisement

আরও পড়ুন: মোদীর সেনাপতি অমিতের শক্ত হাতেই বঙ্গের রাশ

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইভিএমকে দোষারোপ করে যে আখেরে ভোট ব্যাঙ্ক বাড়ানো যাবে না তা বেশ ভালই বুঝতে পারছিলেন তিনি। তাই তড়িঘড়ি বৃহস্পতিবার নিজের বাসভবনে দলের নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের দু’দিন পরই তাঁর এই পোস্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন