প্রতিবাদের মুখ খুললেই ধর্ষণের হুমকি!

জবাবটা পেয়ে গেলেন সোনা মহাপাত্র। এর পরেও কি সলমন খানেরা বুঝতে পারবেন, ‘ধর্ষিতার মতো’ কথাটার অস্যার্থ কী দাঁড়ায়? সোনা হুমকি পাচ্ছেন, ধর্ষণ করে দেওয়া হবে তাঁকে!

Advertisement

অঞ্জন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ২৬ জুন ২০১৬ ০০:০০
Share:

জবাবটা পেয়ে গেলেন সোনা মহাপাত্র। এর পরেও কি সলমন খানেরা বুঝতে পারবেন, ‘ধর্ষিতার মতো’ কথাটার অস্যার্থ কী দাঁড়ায়? সোনা হুমকি পাচ্ছেন, ধর্ষণ করে দেওয়া হবে তাঁকে!

Advertisement

সোনা, সোনা মহাপাত্র, বলিউডের পরিচিত গায়ক, তাঁর কসুর কী? সলমন খানের ‘ধর্ষিতার মতো’ উপমাকে ঘিরে যে বিতর্কে বলিউড নীরবতাকেই শ্রেয় বলে বেছে নিয়েছে, সেখানে সোনা মুখ খুলেছেন। কড়া ভাবেই খুলেছেন। অতএব, সলমন-ভক্তদের একটা অংশ ‘সতী সাবিত্রী সাজা’ সোনাকে উচিত শিক্ষার প্রয়োজন অনুভব করেছেন। এবং ধর্ষণের চেয়ে উচিত শিক্ষা আর কী হতে পারে, ভেবে না পেয়ে তাঁরা সরাসরি ধর্ষণের হুমকিই দিয়েছেন।

সোনা হুমকি পেয়েছেন। মতিহারির মেয়েও ব্ল্যাকমেলিং-এর প্রতিবাদ করেছিলেন। ‘উচিত শিক্ষা’ হিসাবে ধর্ষণ করে শরীরে পিস্তল ঢুকিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। তাপস পাল ‘উচিত শিক্ষা’ হিসাবে ‘রেপ করিয়ে দেওয়ার’ হুমকি দিয়েছিলেন। এ দেশের প্রান্তে প্রান্তে এই ‘শিক্ষা পর্ব’ চলছেই। শুধুমাত্র উল্লাসের কারণেই ধর্ষণ হয় এখানে। ধর্ষণের শিকার দিদিকে দেখতে গিয়ে গণধর্ষিতা হয়ে যায় কিশোরী। তবু এর যে কী অস্যার্থ, এটা বুঝতে অসমর্থ থাকেন সলমন খানেরা! যাঁরা বোঝেন, এবং বুঝে মুখও খোলেন, তাঁদের জন্য থাকবে ধর্ষণের হুমকি!

Advertisement

এখনও পর্যন্ত এই বিতর্কে মুখ খোলেননি সলমন, ক্ষমা চাওয়া দূরের কথা। এ বার কি বলবেন কিছু?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement