ঘুষ নেন অসমের মন্ত্রী, দাবি বিজেপি সাংসদের

লুকানো ক্যামেরার সামনে সরাসরি অসমের সেচমন্ত্রী রঞ্জিৎ দত্তের বিরুদ্ধে কমিশন নেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৭ ০২:৩৫
Share:

রামপ্রসাদ শর্মা।

বেফাঁস মন্তব্যে দলকে বিপাকে ফেললেন অসমের তেজপুরের বিজেপি সাংসদ রামপ্রসাদ শর্মা। টেলিভিশন চ্যানেলের ‘স্টিং অপারেশনে’ তাঁকে বলতে শোনা গিয়েছে— পরিমল শুক্লবৈদ্য ছাড়া অসমের সব মন্ত্রীর ‘ঘনিষ্ঠ’ ঠিকাদার বা ঠিকাদার সংস্থা রয়েছে। কোন দফতরে, কাকে কত টাকা দিলে কাজ হাসিল হবে, তা-ও জানিয়েছেন রামপ্রসাদবাবু। তাঁর দাবি, একই কাজ করছেন বিধায়করাও।

Advertisement

লুকানো ক্যামেরার সামনে সরাসরি অসমের সেচমন্ত্রী রঞ্জিৎ দত্তের বিরুদ্ধে কমিশন নেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ। তাঁর কথায়, ‘‘আমার ছেলেকে ২৯ লক্ষ টাকার কাজ দিতে রঞ্জিৎবাবু ৮৭ হাজার নিয়েছিলেন। সেচ দফতরে ১ হাজার ৯০০ কোটির প্রকল্পের মধ্যে ৫৭ কোটি পকেটে ঢোকাবেন মন্ত্রীই।’’ এ নিয়ে বিতর্ক ছড়ানোর পরে রামপ্রসাদবাবুপ দাবি, তাঁর বক্তব্য বিকৃত করে দেখানো হয়েছে।রঞ্জিৎবাবু ওই অভিযোগ উড়িয়ে বলেন, ‘‘শর্মার কোনও ছেলেই নেই। এক মেয়ে। যা বলার দলীয় নেতৃত্বকে বলেছি।’’

মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, ‘‘নির্দিষ্ট প্রমাণ পেলে মন্ত্রীর বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’’ বিজেপি সভাপতি রঞ্জিৎকুমার দাসের অভিযোগ, ‘‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এ সব প্রচার করা হচ্ছে।’’

Advertisement

সুযোগ পেয়ে সরব বিরোধী শিবির। কংগ্রেস মুখপাত্র দুর্গাদাস বড়োর বক্তব্য, দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স-এর দাবি জানানো বিজেপি সরকার রাঘব বোয়ালদের বাঁচাতে ছোটখাটো অফিসারদের ধরে জনতার চোখে ধুলো দিচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন