প্রাক্তনদের সুবিধা

রাজ্যের সব প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বর্তমান পূর্ণমন্ত্রীদের সমপর্যায়ের সুযোগ-সুবিধা দিতে চলেছে অসম। রাজ্যপাল পদ্মনাভ বালকৃষ্ণ আচার্য এ দিন জানান, অন্তত এক বছর মুখ্যমন্ত্রী হিসেবে থাকা সকলকে বিনা ভাড়ায় সুসজ্জিত আবাস, এক জন করে ব্যক্তিগত সচিব, সহকারী, গাড়িচালক, চার জন দেহরক্ষী এবং চার জন গৃহরক্ষী দেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৬ ০৩:২৯
Share:

রাজ্যের সব প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বর্তমান পূর্ণমন্ত্রীদের সমপর্যায়ের সুযোগ-সুবিধা দিতে চলেছে অসম। রাজ্যপাল পদ্মনাভ বালকৃষ্ণ আচার্য এ দিন জানান, অন্তত এক বছর মুখ্যমন্ত্রী হিসেবে থাকা সকলকে বিনা ভাড়ায় সুসজ্জিত আবাস, এক জন করে ব্যক্তিগত সচিব, সহকারী, গাড়িচালক, চার জন দেহরক্ষী এবং চার জন গৃহরক্ষী দেওয়া হবে। থাকবে দু’জন পিওন ও নিখরচার টেলিফোন। সর্বাধিক দু’টি স্থানে এইসব সুবিধে পাবেন তাঁরা। যে সব প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন রাজধানীতে এইসব সুবিধে পাচ্ছেন তাঁরা তা বহাল রাখতে পারেন বা নতুন নীতির অধীনে আসার জন্য আবেদন করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement