silchar

Assam Floods: জলবন্দি শিলচরে মুখ্যমন্ত্রী, অভিবাদন জানাতে গামছা নিয়ে বুকসমান জলে নামলেন যুবক

শিলচরে জলবন্দি এলাকা পরিদর্শন করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। জলের মধ্যেই নেমে তাঁর হাতে গামছা তুলে দেন স্থানীয় এক যুবক।

Advertisement

সংবাদ সংস্থা

শিলচর শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ১৭:৪৮
Share:

ছবি টুইটার।

চারদিকে শুধুই ঘোলাটে জল। তার মধ্যেই উদ্ধারকারী দলের বোটে করে দুর্গত এলাকা পরিদর্শনে বেরিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর তাঁকে অভিবাদন জানাতে গিয়ে বুকসমান জলে নেমে পড়লেন এক বাসিন্দা। অসমের শিলচরের এই ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে।

Advertisement

সংবাদসংস্থা এএনআইয়ের ভিডিয়োতে দেখা গিয়েছে, শিলচরে দুর্গত এলাকা পরিদর্শন করছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মুখ্যমন্ত্রীকে দেখেই তাঁকে হাত নেড়ে ডাকতে থাকেন জনৈক যুবক। এর পর বন্যা পরিস্থিতিতে জমা জলে পড়ে যান ওই যুবক। তার পর তাঁকে উদ্ধার করে মুখ্যমন্ত্রীর বোটের কাছে নিয়ে যায় উদ্ধারকারী দল।

মুখ্যমন্ত্রীকে ‘গামছা’ দেন ওই যুবক। আপ্লুত মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আবার যখন আসব, আপনার সঙ্গে এক কাপ চা খাব।’’ অন্য এক ব্যক্তির উদ্দেশে হিমন্ত বলেন, ‘‘পরের বার যখন শিলচর আসব, আপনার বাড়িতে যাব।’’

Advertisement

অসমে বন্যা পরিস্থিতিতে শিলচরের পরিস্থিতি উদ্বেগজনক। গত কয়েক দিন ধরেই শিলচরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন