Bangladeshi Terrorist

বাংলাদেশি জঙ্গি গ্রেফতার অসমে! আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য যুক্ত জামাত-উল-মুজাহিদিনেও

বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতার করল অসমের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ জানিয়েছে, তাঁর সঙ্গে জামাত-উল-মুজাহিদিনেরও যোগ রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪০
Share:

অসমে গ্রেফতার বাংলাদেশি জঙ্গি। — প্রতীকী চিত্র।

অসমের কোকরাঝাড় থেকে গ্রেফতার আরও এক বাংলাদেশি জঙ্গি। অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং স্থানীয় থানার যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে নসিমউদ্দিন শেখ নামে এক জঙ্গিকে। পুলিশ জানিয়েছে, নসিমউদ্দিন বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিম (এবিটি)-এর সক্রিয় সদস্য। অপর এক জঙ্গি গোষ্ঠী জামাত-উল-মুজাহিদিনের সঙ্গেও তাঁর যোগ রয়েছে।

Advertisement

অসম এসটিএফের অভিযানে আগেই নুর ইসলাম মণ্ডল নামে এক জঙ্গি ধরা পড়েন। পুলিশ সূত্রে খবর, ওই জঙ্গির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন নসিমউদ্দিন। কোকরাঝাড়ে জঙ্গি কার্যকলাপ সংক্রান্ত মামলায় নসিমউদ্দিন অন্যতম মূল অভিযুক্ত বলে দাবি অসম এসটিএফের। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার কোকড়াঝাড়ের একটি অঞ্চলে অভিযান চালায় এসটিএফ। তদন্তের স্বার্থে নির্দিষ্ট অঞ্চলের নাম প্রকাশ্যে আনেননি তদন্তকারীরা। সূত্রের খবর, নুরের সঙ্গে হাত মিলিয়ে নসিমউদ্দিন শক্তিশালী বিস্ফোরক ‘ইমপ্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস’ বা আইইডি তৈরি করতেন বলে অভিযোগ।

ধৃতের বিরুদ্ধে ইউএপিএ, পাসপোর্ট আইন, বিস্ফোরক আইন, অস্ত্র আইন এবং বিদেশি নাগরিক আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত জঙ্গিকে ইতিমধ্যে কোকরাঝাড় আদালতে পেশ করে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা।

Advertisement

জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযানের জন্য গত বছরের ডিসেম্বরে ‘অপারেশন প্রঘাত’ শুরু করে অসম এসটিএফ। তার পর থেকে অসমের বিভিন্ন প্রান্তে এবং ভিন্‌রাজ্যেও অভিযান চালান তদন্তকারী আধিকারিকেরা। ইতিমধ্যে বেশ কয়েক জনকে গ্রেফতারও করা হয়েছে। গত ২৫ ডিসেম্বরে কোকরাঝাড় থেকে জঙ্গি সন্দেহে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তার আগে ১৭-১৮ ডিসেম্বর একটি অভিযানে এক বাংলাদেশি-সহ আট জনকে গ্রেফতার করে অসম পুলিশ। অভিযোগ, তাঁরা দেশের বিভিন্ন প্রান্তে ‘স্লিপার সেল’ তৈরির চেষ্টা করছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement