National News

‘এটাই জয়ধ্বনি’, ঢোল বাজিয়ে বললেন মোদী

এটাই এ বার রাজস্থানে (বিজেপির) জয়ের শব্দ। এটাই ২০১৮ সালের শব্দ। ২০১৯-এর ভোটেরও।

Advertisement

সংবাদ সংস্থা

দৌসা (রাজস্থান) শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮ ১৯:১১
Share:

ঢোল বাজাচ্ছেন প্রধানমন্ত্রী। রাজস্থানের দৌসায়, নির্বাচনী প্রচার সভায়। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

ভোটগ্রহণের আগেই যেন জিতে গিয়েছে বিজেপি! তাই আনন্দে বিশাল একটি ঢোল বাজালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজস্থানের দৌসায়। এর আগে প্রচারে গিয়ে ছত্তীসগঢ়েও ঢোল বাজিয়েছিলেন তিনি।

Advertisement

রাজস্থানে তাঁর নির্বাচনী প্রচার সফরের শেষ দিনে, বুধবার দৌসায় একটি জনসমাবেশে মঞ্চেই ঢোল বাজান তিনি। পাকা বাজিয়ের মতোই! ঢোল বাজাতে বাজাতেই প্রধানমন্ত্রী বলেন, ‘‘এটাই এ বার রাজস্থানে (বিজেপির) জয়ের ধ্বনি। এটাই ২০১৮ সালের জয়ধ্বনি। ২০১৯-এর ভোটেরও।’’

ঢোল বাজিয়ে এতই খুশি মোদী যে, তার ছবি তিনি পরে পোস্ট করেছেন ফেসবুকে। ইনস্টাগ্রামেও। ফেসবুকে তাঁর ঢোল বাজানোর ছবি পোস্ট করে মোদী লিখেছেন, ‘‘এটাই জয়ের ধ্বনি। উন্নয়নের, জনগণেরও।’’ পোস্টের সঙ্গে সঙ্গে ‘লাইক’ পড়ে ৩২ হাজারেরও বেশি।

Advertisement

ঢোল বাজাচ্ছেন প্রধানমন্ত্রী। দেখুন ভিডিয়ো

তার পর ইনস্টাগ্রামেও পোস্ট করতে ভোলেননি প্রধানমন্ত্রী। সেখানে মোদী লিখেছেন, ‘‘ঢোল বাজিয়ে দেখলাম রাজস্থানে। আপনারাও দেখুন।’’

আরও পড়ুন- ‘বুলন্দশহরে গরু মারল কে, সেটাই বড় প্রশ্ন’, বললেন পুলিশকর্তা​

আরও পড়ুন- ‘প্রশ্ন শুনুন, ভালই লাগবে’, মোদীকে খোঁচা রাহুলের​

দৌসার সভায় গতকাল কড়া সমালোচনা করেন কংগ্রেসের। কটাক্ষ করেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকেও। কেন্দ্রের ‘কুম্ভ রাম লিফ্ট যোজনা’কে গতকাল একটি সভায় ভুলবশত ‘কুম্ভকরণ লিফ্ট যোজনা’ বলে উল্লেখ করেছিলেন রাহুল গাঁধী। তাকেই কটাক্ষ করে মোদী বলেন, ‘‘ওঁরা (কংগ্রেস) তো কুম্ভ রাম আর কুম্ভকরণের ফারাকটাই বোঝেন না!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন