Assembly Elections 2018

রাহুল আর ‘পাপ্পু’ নন, পরম পূজনীয়: রাজ ঠাকরে

মহারাষ্ট্র এবং কেন্দ্রে যদিও একে অপরের শরিক বিজেপি এবং শিবসেনা, তবে তাদের মধ্যে বনিবনা নেই অনেক বিষয়েই।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ১৬:০২
Share:

রাজ ঠাকরে।—ফাইল চিত্র।

আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগে বিরাট ধাক্কা খেল মোদী সরকার। মঙ্গলবার ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে হাসি ফুটেছে কংগ্রেসের মুখে। রামমন্দির এবং হিন্দুত্ব নিয়ে এত বড়াই সত্ত্বেও রাজস্থান এবং ছত্তীসগঢ় হাতছাড়া হল বিজেপির। আর ভোটের ফলাফল সামনে আসার পরই বিজেপিকে নিয়ে শুরু হয়েছে তুমুল সমলোচনা। বিরোধীরা তো সেই তালিকায় রয়েইছেন, তবে এ ব্যাপারে সবচেয়ে এগিয়ে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। জানিয়ে দেন, এতদিন রাহুল গাঁধীকে ‘ পাপ্পু’ বলে হেয় করত বিজেপি। সেই তিনি-ই সব হিসাব পাল্টে দিলেন।

Advertisement

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে রাজ ঠাকরে বলেন, ‘‘আর বোধহয় রাহুল গাঁধীকে পাপ্পু বলার সাহস পাবে না বিজেপি। আর পাপ্পু নেই উনি। বরং পরম পূজনীয় হয়ে দাঁড়িয়েছেন।’’ ছেড়ে কথা বলেনি মহারাষ্ট্র এবং কেন্দ্রে বিজেপির শরিকদল শিবসেনাও। দলের মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত এ দিন বলেন, ‘‘বিজেপির কাজকর্ম নিয়ে সত্যি দুশ্চিন্তায় ছিলাম। সতর্কও করেছিলাম ওদের। কিন্তু তা কানে তোলেনি ওরা। তাই সাধারণ মানুষ উচিত শিক্ষা দিয়েছেন ওদের। অকালি দল এবং আমরা ছাড়া এই মুহূর্তে কেউ নেই ওদের পাশে। আমরাও শুধুমাত্র মর্যাদা রক্ষা করে চলেছি। ভোটের ফলাফলে ছবিটা একেবারে স্পষ্ট। এ বার নিজেদের ভুল ত্রুটিগুলির দিকে নজর দেওয়া জরুরি।’’

বিধানসভা নির্বাচনে কংগ্রেস যে ভাল ফল করেছে তা মেনেছেন রাউত। কিন্তু এটা কংগ্রেসের জয় বলে মানতে নারাজ তিনি। তঁর যুক্তি, ‘‘এটাকে কংগ্রেসের জয় বলব না। মানুষের মনে ক্ষোভ জমেছিল। ভোটের ফলাফল তাঁদেরই অভিব্যক্তি। বিজেপির জয়ের রথ আটকে দিয়েছেন তাঁরাই।’’

Advertisement

আরও পড়ুন: লাইভ: পেন্ডুলামের মতো দুলছে মধ্যপ্রদেশ, রাজস্থান-ছত্তীসগঢ়ে সরকার গড়ছে কংগ্রেস​

আরও পড়ুন: টিআরএস ঝড়ে উড়ে গেল কংগ্রেস-টিডিপি জোট, দাগই কাটল না বিজেপি

মহারাষ্ট্র এবং কেন্দ্রে যদিও একে অপরের শরিক বিজেপি এবং শিবসেনা, তবে তাদের মধ্যে বনিবনা নেই অনেক বিষয়েই। ২০১৬ সালে মোদী সরকার নোটবন্দীর ঘোষণা করলে তার তীব্র সমালোচনা করে শিবসেনা। আগামী বছর লোকসভা নির্বাচনের আগে আবার রামমন্দির নিয়ে বিজেপির উপর চাপ সৃষ্টি করতে শুরু করেছে তারা। গত মাসে তা নিয়ে অযোধ্যায় সভাও করে এসেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন