Food

বিয়েবাড়িতে অতিথির পাতে পড়ল ‘সোনার ভাত’! দেখুন ভিডিও

ওই সংস্থার মালিক ভি সাই রাধা কৃষ্ণা জানিয়েছেন, বিয়েবাড়িতে নতুন কোনও চমক দেওয়ার ইচ্ছা ছিল তাঁর। সোনা বা রুপোর রাঙতায় মুড়িয়ে পান বা মিষ্টি দেওয়ার চল তো রয়েছেই। সেখান থেকেই এই আইডিয়া তাঁর মাথায় আসে। কলাপাতায় গরম ভাতের উপর সোনার পাতা ফেলে দেন তাঁর কর্মীরা।

Advertisement
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৭ ২১:৪৪
Share:

এইভাবেই ভাতের উপর সোনার পাতা ছড়িয়ে পরিবেশন করা হল অতিথিদের। ছবি: সংগৃহীত।

নিজের বিয়েকে অভিনব করে তোলার চেষ্টা কার না থাকে? তার জন্য হয় কেউ নতুন ডিজাইনের গয়না বানান তো কেউ বা পোশাকে নতুনত্ব আনেন, আবার কখনও নানা রকম বাহারি পদের চমকও থাকে কোথাও কোথাও। তাই বলে শেষে ‘সোনার ভাত’ দিয়ে অতিথি আপ্যায়ন! এমন কথা শুনেছেন কখনও? ঠিক এমনটাই হয়েছে হায়দরাবাদের এক বিয়েবাড়িতে। তবে ঠিক সোনার ভাত নয়, ভাতের উপর সোনার গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করেছেন সেখানকার এক কেটারার সংস্থা।

Advertisement

আরও পড়ুন: ‘ওই দুর্যোগেও গায়ে একটুও জল লাগতে দেননি ওঁরা, কী যে বলব...’

ওই সংস্থার মালিক ভি সাই রাধা কৃষ্ণা জানিয়েছেন, বিয়েবাড়িতে নতুন কোনও চমক দেওয়ার ইচ্ছা ছিল তাঁর। সোনা বা রুপোর রাঙতায় মুড়িয়ে পান বা মিষ্টি দেওয়ার চল তো রয়েছেই। সেখান থেকেই এই আইডিয়া তাঁর মাথায় আসে। কলাপাতায় গরম ভাতের উপর সোনার পাতা ফেলে দেন তাঁর কর্মীরা। ২৪ ক্যারেট সোনার নির্যাস দিয়ে পাতাগুলি তৈরি। গরম ভাতের সংস্পর্শে এসে সোনা গলে গিয়ে ভাতের সঙ্গে মিশতে যায়। ফলে ভাতের রংও বদলে হয়ে যায় সোনালি। দেখে মনে হবে অতিথিদের পরিবেশন করা হয়েছে সোনার ভাত।

Advertisement

দেখুন ভিডিও:

আরও পড়ুন: জাল নোট পড়লো কই জালে

কর্ণাটকে বিজেপির এক বড় নেতা গালি জনার্দন রেড্ডির মেয়ের বিয়ের দায়িত্বে ছিল রাধা কৃষ্ণার ওই সংস্থা। ওই বিয়েতে খরচ হয়েছিল ৫০০ কোটি টাকা। রাধা কৃষ্ণা জানিয়েছেন, এমন গ্রাহক পেলে ফের কোনও নতুন চমক আনতে তিনি প্রস্তুত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement