কানহাইয়াকে জোর করে বিবৃতি লিখিয়েছে পুলিশ, বলল এনএইচআরসি

কানহাইয়া কুমারকে দিয়ে পুলিশ জোর করে তাঁর বিবৃতি লিখিয়ে নিয়েছিল। কানহাইয়া নিজে ওই বিবৃতি লেখেনি। লিখতে চায়ওনি। যদিও কানহাইয়ার ওই বিবৃতিই আদালতে পেশ করা হয়েছে। শুক্রবার সরাসরি এই অভিযোগ করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৩৫
Share:

কানহাইয়া কুমারকে দিয়ে পুলিশ জোর করে তাঁর বিবৃতি লিখিয়ে নিয়েছিল। কানহাইয়া নিজে ওই বিবৃতি লেখেনি। লিখতে চায়ওনি। যদিও কানহাইয়ার ওই বিবৃতিই আদালতে পেশ করা হয়েছে।

Advertisement

আজ সরাসরি এই অভিযোগ করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে।

আরও পড়ুন- হাইকোর্ট টপকে এখানে কেন? কানহাইয়ার আর্জি শুনলই না সুপ্রিম কোর্ট

Advertisement

ওই রিপোর্টে আরও বলা হয়েছে, ‘‘পুলিশি জেরার সময় কানহাইয়া কুমারের ওপর প্রচণ্ড মানসিক নির্যাতন চালানো হয়েছিল। আর পাতিয়ালা হাউজ কোর্টে কানহাইয়া কুমারের নিগৃহীত হওয়ার ঘটনাটি ছিল একেবারেই সংগঠিত আর পূর্ব-পরিকল্পিত। আর পাতিয়ালা হাউজ কোর্টে সে দিন ওই ঘটনাটি ঘটেছে একেবারেই পুলিশের গাফিলতিতে। দায়িত্বে থাকা পুলিশকর্মীরা তাঁদের দায়িত্ব সঠিক ভাবে পালন করেননি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন