পাম্পোর

লড়াই চলছেই, খতম এক জঙ্গি

শুরু হয়েছিল সোমবার ভোর ভোর। মঙ্গলবার পেরিয়ে গেলেও জঙ্গি কবল থেকে পুরোপুরি মুক্ত করা যায়নি ‘জম্মু-কাশ্মীর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’। সেনা জানিয়েছে, আজ সন্ধেয় খতম হয়েছে এক জঙ্গি।

Advertisement

সাবির ইবন ইউসুফ

শ্রীনগর শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৬ ০১:৫৫
Share:

ধৈর্যের লড়াই। মঙ্গলবার পাম্পোরে পিটিআইয়ের ছবি।

শুরু হয়েছিল সোমবার ভোর ভোর। মঙ্গলবার পেরিয়ে গেলেও জঙ্গি কবল থেকে পুরোপুরি মুক্ত করা যায়নি ‘জম্মু-কাশ্মীর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’। সেনা জানিয়েছে, আজ সন্ধেয় খতম হয়েছে এক জঙ্গি।

Advertisement

কাশ্মীরের পুলওয়ামা জেলার পাম্পোরের এই সরকারি প্রশিক্ষণ কেন্দ্র কাল সকাল থেকেই দখল করে রেখেছে জঙ্গিরা। এ বার অভিযান শুরুর প্রথমেই সেনা জানিয়ে দিয়েছিল, বিশাল ওই ভবনকে জঙ্গিদের কবল থেকে মুক্ত করতে গেলে তাদের তিন থেকে চার দিন সময় লাগতে পারে।

কাল ভোরে জঙ্গিদের ঢোকার খবর প্রথম পুলিশে জানান ওই কেন্দ্রেরই এক কর্মী। জানান, একটি হস্টেলের মধ্যে লুকিয়ে থেকে জঙ্গিরা তাঁকে লক্ষ করে গুলি চালাচ্ছে। খবর পাওয়ার পর সাড়ে ছ’টা নাগাদ সেখানে পৌঁছয় পুলিশ, আধা সামরিক বাহিনী আর সেনার বিশেষ দল। তাদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে জঙ্গিদের। জঙ্গিরা গুলির পাল্টা জবাব দিলেও মূল ভবনের ভিতরে ঢুকে জঙ্গি নিকেশের ঝুঁকি নিচ্ছে না সেনা। কারণ এ বার জঙ্গিদের মোকাবিলা করতে এখন এই কৌশলই নিয়েছে তারা।

Advertisement

সেনা বাহিনীর এক শীর্ষ কর্তা জানান, উরি, বারামুলা, হান্দওয়ারায় পর পর হামলার পরে আর কোনও সেনা-জওয়ানের মৃত্যু চাইছেন না তাঁরা। তাই জঙ্গি ডেরায় সরাসরি না ঢুকে তাদের গুলি আর অস্ত্র-শস্ত্র শেষ হওয়ার অপেক্ষা করছে সেনা। তবে রকেট লঞ্চার দিয়ে গোটা কেন্দ্রটাকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁদের। জঙ্গিদের কোনও ভাবে কাবু করতে না-পারলে, ওটাই হবে শেষ পন্থা। কাল রাতভর ফ্লাডলাইট জ্বালিয়ে গুলির লড়াই জারি রেখেছিল সেনা। যাতে অন্ধকারের সুযোগ নিয়ে কোনও জঙ্গি পালাতে না পারে। আজ ভোরের আলো ফোটার পর ফের আক্রমণ শানায় সেনা। গ্রেনেড আর রকেট লঞ্চারের পাশাপাশি জঙ্গিদের নিশানা করে মুহুর্মুহু গুলিও চালিয়েছে তারা। তাতেই আজ সন্ধের দিকে এক জঙ্গির মৃত্যু হয়। কিন্তু এখনও অন্তত আরও এক জঙ্গি ওখানে লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা সেনার। সংখ্যাটা একের বেশিও হতে পারে। তাই আজ রাতেও ফ্লাডলাইট জ্বালিয়ে অভিযান জারি রাখা হবে।

পাম্পোর অভিযানের মধ্যেই নিরাপত্তা বাহিনীর উপর হামলা জারি রেখেছে জঙ্গিরা। আজ দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে গ্রেনেড হামলায় জখম হয়েছেন আট জন। এঁদের মধ্যে সাত জন সাধারণ নাগরিক আর এক জন সিআরপিএফ জওয়ান। সোপিয়ানের পুলিশ সুপার তাহির সালিম খান জানিয়েছেন, সিআরপিএফের একটি টহলদারি কনভয়ের উপর হামলার চেষ্টা চালায় জঙ্গিরা। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে সেটি অন্যত্র ফাটে। আর তার ফলেই এত সাধারণ মানুষ আহত হয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন