External Affairs Minister

বালির মাউন্ট আগুং পরিস্থিতির দিকে নজর রাখছে নয়াদিল্লি

বিদেশমন্ত্রী জানিয়েছেন, জাকার্তায় ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৭ ১৭:০৩
Share:

জেগে উঠেছে বালির মাউন্ট আগুং আগ্নেয়গিরি। ছবি: রয়টার্স

ক্রমেই ভয়ঙ্কর আকার নিচ্ছে বালির মাউন্ট আগুং আগ্নেয়গিরি। বিপদ আঁচ করে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে বালি বিমানবন্দর। গোটা পরিস্থিতি দিকে নজর রাখছে নয়াদিল্লির বিদেশ মন্ত্রক। আটকে পড়া ভারতীয়দের আতঙ্কিত না হাওয়ার জন্য টুইট করে আবেদন জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

Advertisement

বিদেশমন্ত্রী জানিয়েছেন, জাকার্তায় ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। আটকে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনার সব ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন: ফুঁসে উঠছে আগ্নেয়গিরি, বালিতে বিপদ সংকেত

Advertisement

পরিস্থিতি নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে ইন্দোনেশিয়ায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যে কোনও মুহূর্তে জ্বালামুখ থেকে বেরিয়ে আসা লাভাস্রোত ছড়িয়ে পড়তে পারে আশপাশের বিস্তীর্ণ এলাকায়। তাই মাউন্ট আগুং আগ্নেয়গিরির ৮ থেকে ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে পড়া এলাকাগুলি থেকে এখনই বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement